শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দালালসহ কলকাতায় চার বাংলাদেশি গ্রেফতার

এক ভারতীয়  দালালসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের বসিরহাট আদালতে পাঠালো পুলিশ। স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তরালী সীমান্তবর্তী এলাকা থেকে শনিবার রাতে স্বরূপনগর থানার পুলিশ এক দালালসহ এক বাংলাদেশি গ্রেফতার করে।

ধৃত ওই বাংলাদেশির নাম তাজিবুল সরদার। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। আর ধৃত ওই দালালের নাম সুমন মোল্লা, তার বাড়ি স্বরূপনগরের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের আমুলিয়া এলাকায়। 

এর পাশাপাশি বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তবর্তী এলাকা থেকে এক বাংলাদেশিকে আটক করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

সীমান্তবর্তী ঘোজাডাঙ্গা এলাকায় শনিবার রাতে ঘোরাঘুরি করছিল আয়নাল খাঁন নামে এক বাংলাদেশি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে । ওই বাংলাদেশিকে আটক করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায়।

সেই সঙ্গে হাড়োয়ার গোপালপুর এলাকা থেকে সেলিনা খাতুন নামে এক বাংলাদেশি গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ ‌। ধৃত ওই বাংলাদেশির বাড়ি নরসিংদী এলাকায়। অবৈধভাবে বছর তিনেক আগে বাংলাদেশ থেকে ভারতে পেরিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেন। হাড়োয়ার গোপালপুর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট আদালতে পাঠায়। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়