শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫৭ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে এবার দুই বিমানের সংঘর্ষ

একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে এবার ঘটল দুই বিমানের সংঘর্ষ। বুধবার সকালে দেশটির সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে টারমাকে চলাচলের সময় জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৮ একটি ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১৯২১-এর লেজের সঙ্গে ধাক্কা খায়।

সংঘর্ষের সময় জাপান এয়ারলাইন্সের বিমানে ১৮৫ জন এবং ডেল্টার বিমানে ১৪২ জন যাত্রী ছিলেন।

কী ঘটেছিল?

সিয়াটল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে এ ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনার পর দুই বিমানের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এতে কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

জেসন চ্যান নামে ডেল্টার এক যাত্রী সংবাদ সংস্থা এপিকে জানান, সংঘর্ষের সময় বিমানটি কিছুটা কেঁপে ওঠে। এ সময় ককপিট থেকে জানানো হয় যে, বিমানের লেজের অংশে ধাক্কা লেগেছে। তবে যাত্রীরা এ সময় শান্ত ছিলেন এবং পরে বাসে করে তাদের টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়।

জাপান ও ডেল্টা এয়ারলাইন্সের প্রতিক্রিয়া

জাপান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭ বিমানটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর ট্যাক্সি করার সময় ডেল্টার বিমানের লেজের সঙ্গে ধাক্কা লাগে। বিমানে এ সময় ১৭২ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন। তবে কেউই আহত হননি।

ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের বোয়িং ৭৩৭ বিমানটি ডি-আইসিং (বরফ অপসারণ)-এর জন্য অপেক্ষা করছিল। আর তখনই জাপান এয়ারলাইন্সের বিমানটির ডানার একটা অংশ তাদের বিমানের লেজের সঙ্গে ধাক্কা খায়।

ডেল্টার ফ্লাইটটি মেক্সিকোর পুয়ের্তো ভালার্তায় যাওয়ার কথা ছিল এবং যাত্রীদের অন্য বিমানে স্থানান্তর করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু সংঘর্ষটি একটি ট্যাক্সি লেনে ঘটেছে, তাই বিমানবন্দরের কার্যক্রমের ওপর এর প্রভাব খুব সামান্যই পড়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে।

সাম্প্রতিক ঘটনা

এর আগে, এর আগে চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটনের ডোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সেনা হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষের ঘটনায় ৬৭ জন নিহত হন। 

এরপর গত ৩১ জানুয়ারি রাতে ফিলাডেলফিয়ায় একটি শপিং মলের কাছে বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত এবং ১৯ আহত হন।

পরে ২ ফেব্রুয়ারি হিউস্টন থেকে নিউইয়র্কগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে যায়। সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়