শিরোনাম
◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০২:৫০ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিবাসী বহনকারী মার্কিন উড়োজাহাজ নামতে দিল না মেক্সিকো

অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য উড়োজাহাজে তোলা হচ্ছে। ছবি: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই। তবে শুরুতেই এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। অভিবাসী বহনকারী একটি মার্কিন সামরিক বিমানকে নামার অনুমতি দেয়নি মেক্সিকো। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।

দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং আরও একটি সংশ্লিষ্ট সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মেক্সিকো গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজকে অবতরণের অনুমতি দেয়নি। সূত্র জানিয়েছে, গুয়াতেমালাগামী মার্কিন বিমানবাহিনীর দুটি সি-১৭ বিমান প্রায় ৮০ জন করে যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়ন করে। তবে মেক্সিকোর উদ্দেশে যাত্রার জন্য নির্ধারিত তৃতীয় বিমানটি উড্ডয়নই করেনি।

মেক্সিকো কেন ওই ফ্লাইট অবতরণে বাধা দিয়েছে তা স্পষ্ট নয়। তবে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর থেকে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে উত্তেজনা বেড়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, সীমান্ত পেরিয়ে অভিবাসীদের প্রবেশ বন্ধ করতে মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। তবে, এই শুল্ক এখনো কার্যকর করা হয়নি।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই ফ্লাইটের বিষয়টি একটি প্রশাসনিক জটিলতার কারণে হয়েছিল এবং তা দ্রুত সমাধান করা হয়েছে।’

এই প্রতিবেদন প্রকাশের পর, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট টুইট করে বলেন, ‘গত বৃহস্পতিবার মেক্সিকো এক দিনে রেকর্ড চারটি অভিবাসী বহনকারী ফ্লাইট নামতে দিয়েছে।’ তবে, এগুলো সামরিক, বাণিজ্যিক নাকি ব্যক্তিগত ফ্লাইট ছিল তা পরিষ্কার করেননি তিনি। মেক্সিকোর দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের সরকার আগেই জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের একতরফা অভিবাসননীতি যেমন—‘রিমেইন ইন মেক্সিকো’ তারা সমর্থন করে না। এই নীতির কারণে, অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত মেক্সিকোতেই থাকতে হয়।

এদিকে, শুক্রবার গুয়াতেমালা যুক্তরাষ্ট্র থেকে তিনটি ফ্লাইটে ফেরত পাঠানো ২৬৫ জন নাগরিককে গ্রহণ করেছে। গুয়াতেমালার মাইগ্রেশন ইনস্টিটিউটের এক মুখপাত্র জানান, শুক্রবারের ফ্লাইটগুলোর মধ্যে দুটি সামরিক, অপরটি বেসামরিক উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়