শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি: বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা ◈ ফেরেশতাদের শব্দ রেকর্ড করলো নাসা? ◈ বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির: শিক্ষার্থীদের বাংলামোটর অভিমুখে মিছিলের ঘোষণা  (ভিডিও) ◈ চরমোনাই পীরের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ, বললেন ‘ঐক্য চাই’ ◈ খালেদা জিয়ার লিভার আপাতত প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না, ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা ◈ সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ লিখে হুমকি, থানায় জিডি ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের দু'পক্ষের মারামারি; যা বললেন হাসনাত আবদুল্লাহ (ভিডিও) ◈ বাংলাদেশের ঋণ পরিশোধের মেয়াদ বাড়াতে সম্মত চীন ◈ শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি ◈ জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম উল্টে দিতে পারবেন ট্রাম্প?

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৩২ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রকে অশালীন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, এর যা ঘটল

ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্ক গড়ার ইচ্ছাপ্রকাশ করার অভিযোগ উঠতেই গ্রেফতার হয়েছেন ব্রিটেনের এক শিক্ষিকা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী ওই শিক্ষিকার নাম নাটালি অ্যারোয়ো। তিনি ব্রিটেনের রোন্ডার বাসিন্দা।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যে স্কুলে পড়াতেন সেই স্কুলের ১৫ বছর বয়সী এক ছাত্রকে স্ন্যাপচ্যাটে নিজের নগ্ন ছবি পাঠিয়েছিলেন। শারীরিক সম্পর্কের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই তাকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার দোষী সাব্যস্ত হওয়ার পর নাটালিকে কারাবাসের সাজা শুনিয়েছে কার্ডিফ ক্রাউন আদালত।

প্রতিবেদন অনুযায়ী, ওই ছাত্রকে ফাঁদে ফেলার আগে তার সঙ্গে বন্ধুত্ব জমিয়েছিলেন নাটালি। প্রথমে মেসেজ করে সাধারণ কথাবার্তা বললেও পরে তিনি অশ্লীল ইঙ্গিত দিতে শুরু করেন। এক দিন মা এবং চাচীর সঙ্গে বাজারে বেরিয়েছিল ওই কিশোর। তখন তাকে মেসেজ করেন নাটালি। সেখানে তিনি বলেন, ‘‘আমি বাজি ধরেছি সব ছেলেরা আমায় পছন্দ করে। আমি তাদের দোষ দিই না। কারণ আমার স্তনযুগল সত্যিই বড়।’’ এর পর নাকি নাটালি তাকে নিজের নগ্ন ছবিও পাঠান।

শারীরিক সম্পর্কের ইচ্ছাপ্রকাশ করে দেখা করতে বলেন। এরপর ওই ছাত্র তাকে এই ধরনের মেসেজ পাঠাতে বারণ করলে পাল্টা উত্তর আসে, ‘‘তোমাকে বিরক্ত করে মজা পাচ্ছি।’’ এর পরেও নাটালি ওই ছাত্রকে তার নগ্ন ছবি এবং ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাতে থাকেন বলে আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী অ্যান্ড্রু কেন্ডাল।

এরপর ওই ছাত্র তার পরিচিত এক জনকে পুরো বিষয়টি খুলে বললে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় নাটালিকে। নাটালি প্রাথমিক ভবে অভিযোগ অস্বীকার করলেও পরে জানান যে, ছাত্রের বয়স ১৬ ভেবে তাকে ওই মেসেজ তিনি পাঠিয়েছিলেন। নাটালিকে তিন বছর চার মাস কারাবাসের সাজা শোনানো হয়েছে। তার বিরুদ্ধে আর এই ধরনের কোনও অভিযোগ রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়