শিরোনাম
◈ আমরা বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি : ভারতের হাইকমিশনার ◈ কলকাতার ব্যবসায়ীদের বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা ◈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে: তারেক রহমান ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস ◈ জি এম কাদেরের বক্তব্যের কড়া জবাব দিলেন রিজভী (ভিডিও) ◈ প্রধান বিচারপতি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, ন্যায়বিচার যাতে বিলম্বিত না হয় ◈ তুলসী গ্যাবার্ড চিন্ময়ের গ্রেপ্তার নিয়ে কোনো মন্তব্য করেননি: ফ্যাক্টওয়াচ ◈ চীন থেকে ১৯ গোল হজম করে নারী এশিয়া কাপ হকি শুরু করলো বাংলাদেশ ◈ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার মিশনে বাংলাদেশ ◈ হিন্দুরা বদলে গেছে: ভারতের ঘুমন্ত রাজ্যটি যেভাবে মুসলিমবিরোধী হয়ে উঠল

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৮:১২ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের লোকসভায় বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে আলোচনা, যা বললো ভারত সরকার

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পাওয়ায়, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের পার্লামেন্টে প্রশ্ন তোলা হয়েছে।

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় আলোচিত হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা, ভাঙচুর ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি। আজ বৃহস্পতিবার লোকসভা অধিবেশনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপররাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বাংলাদেশ ইস্যুতে ভাষণ দেন।

প্রশ্নগুলোর মধ্যে ছিল—বাংলাদেশে হিন্দু মন্দির এবং দেব-দেবীর অবমাননা ও মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে কি না এবং ভারত সরকার কি এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করেছে? এ ছাড়া, বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন এবং এমন ঘটনা বন্ধে ঢাকা কী পদক্ষেপ নিয়েছে—তা নিয়েও ব্যাখ্যা চাওয়া হয়।

বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ভারতের উপপররাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ লোকসভা সদস্যদের বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির এবং দেব-দেবীর অবমাননা ও ক্ষতিগ্রস্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। ঢাকার তাঁতিবাজারে একটি পূজামণ্ডপে হামলা, ২০২৪ সালের দুর্গাপূজার সময় সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনাসহ এ ধরনের ঘটনার বিষয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সরকার বাংলাদেশ সরকারকে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

লোকসভা সদস্যদের প্রশ্নের জবাবে কীর্তি বর্ধন সিংহ, ‘বাংলাদেশের সব নাগরিকের, বিশেষত সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার মূল দায়িত্ব বাংলাদেশ সরকারের ওপরই বর্তায়।’

এদিকে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চলমান ঘটনাপ্রবাহ বা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) স্থানীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনায় তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। তবে বলেছেন, এই বিষয়ে পশ্চিমবঙ্গ ভারতের কেন্দ্র সরকারের নীতিমালাই মেনে চলবে।

আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়টি অন্য একটি দেশের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না বলে স্পষ্ট করে জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেন, এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের দেখার বিষয় এবং তাঁর রাজ্য কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মেনে চলবে। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ভিন্ন দেশ। ভারতের সরকার এটি দেখবে। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমাদের এ নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা উচিত নয়। যদিও আমরা মনে মনে দুঃখিত হই, তবু আমরা কেন্দ্রের নির্ধারিত নীতিগুলো অনুসরণ করব।’

বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, তিনি এ বিষয়ে ইসকনের পশ্চিমবঙ্গে প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি ইসকন নেতাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এর আগে, ২৬ নভেম্বর সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী। তিনি সে সময় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ‘অবরোধ’ করার হুমকি দেন।

অনুবাদ : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়