শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিষের বীর্য বিক্রি করে মাসে আয় ৭ লাখ টাকা!

ভারতের হরিয়ানার একটি কৃষি মেলায় ব্যাপক সাড়া ফেলেছে কালো রঙের এক মহিষ। আনমোল নামে এই মহিষটির ওজন ১৫০০ কেজি এবং দাম উঠেছে প্রায় ২৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় মহিষটির দাম হয় সাড়ে ৩২ লাখ টাকা। তবে মালিক গিল মহিষটি বিক্রি করতে রাজি নন। কারণ আনমোলের বীর্য বিক্রি করেই তিনি প্রতি মাসে ৪ থেকে ৫ লাখ রুপি বা ৬ থেকে ৭ লাখ টাকা আয় করছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।

রাজকীয় খাবার ও যত্ন

মহিষটির খাবার-দাবার অত্যন্ত রাজকীয়। আনমোলের প্রতিদিনের খাবারের জন্য ১৫০০ রুপি খরচ হয়। তার খাবার তালিকায় রয়েছে ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেজি দুধ এবং ২০টি ডিম। এছাড়াও তাকে দেওয়া হয় সয়াবিন, ঘি, ভুট্টা এবং সবুজ পশুখাদ্য। এ ধরনের পুষ্টিকর খাবারের কারণে মহিষটি সবসময় সুস্থ ও কার্যক্ষম থাকে।

গিল প্রতিদিন আনমোলকে দুইবার গোসল করান। গোসলের পর বাদাম ও সরিষার তেল মেখে তার ত্বক চকচকে রাখা হয়।

বংশগত গুণ

মহিষটির এত দামের অন্যতম কারণ এর বীর্য। সপ্তাহে দুইবার বীর্য সংগ্রহ করে তা ব্রিডারদের কাছে বিক্রি করা হয়। এর থেকেই মালিক গিল প্রতি মাসে লাখ লাখ রুপি উপার্জন করেন। আনমোলের মা দৈনিক ২৫ লিটার দুধ দিতেন, যা তার বংশগত গুণাবলীর একটি নিদর্শন।

বিক্রির ইচ্ছে নেই মালিকের

এক কৃষি মেলায় আনমোলের সৌন্দর্য্য ও শক্তি দেখে তার দাম উঠেছিল ২৩ কোটি রুপি। তবে গিল মহিষটিকে বিক্রি করতে চান না। তার মতে, আনমোল শুধু একটি মহিষ নয়, বরং পরিবারের এক সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়