শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১০:৫৮ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছর মিয়ানমারে ২০ জনেরও বেশি রাজনৈতিক বন্দী নিহত 

ডেস্ক রিপোর্ট : পলিটিক্যাল প্রিজনারস নেটওয়ার্ক মিয়ানমার (পিপিএনএম) দাবি করছে চলতি বছর দেশটিতে জান্তার হাতে ২০ জনের বেশি রাজনৈতিক বন্দী নিহত হয়েছে। ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর প্রায় ১০ জন রাজনৈতিক বন্দিকে নির্যাতন করে হত্যা করা হয়। পিপিএনএম-এর কো থাইক তুন উও ইরাবতির কাছে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার পিপিএনএমের এক বিবৃতিতে বলা হয়েছে, ডাইক-ইউ, কাইকমারাও, ইনসেইন, ওবো, ম্যাগওয়ে, কালে, থায়েত, পায়ে এবং থাটন কারাগারে অপর্যাপ্ত চিকিৎসা সেবার কারণে প্রায় ১২ জন রাজনৈতিক বন্দীর মৃত্যু হয়েছে। ডাইক-উ কারাগারে উ আয়ে উইন, ৬৮, উ খিন সো, ৬৪, এবং কো লিন লিন তুন, ৩২, কো রাশিন, ৪৩ এবং কো পিয়া ফিও অং, ৩১, কাইকমারও কারাগারে মারা যান।

মা সু মে অং, ২২, ম্যাগওয়ে কারাগারে মারা যান, কো কিয়া অং, ৪৫, কালে কারাগারে, মা ইয়িন মো, ৩৫, ওবোতে, কো নাই এনই, ৩৯, থায়েতে, কো না লিন হটিকে, ৪৫, ইনসেনে, কো মিয়ো থু, পায়ে এবং উ থান্ট জিন, ৫৭, থাটন কারাগারে।

পিপিএনএম বলেছে যে জেল হাসপাতালগুলি অস্থায়ী আশ্রয়স্থল যেখানে রাজনৈতিক বন্দীদের মৃত্যুর আগে তাদের পাঠানো হয়।

আগস্টে, সুপরিচিত ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা, পে মং সেইন, ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে একটি হাসপাতালে স্থানান্তরিত হওয়ার তিন দিন পর যক্ষ্মা রোগে মারা যান।

কো থাইক তুন উ বলেছেন, ‘রাজনৈতিক বন্দিরা মারাত্মক রোগে আক্রান্ত হয়েও সঠিক ওষুধ পাননি। তাদের সবাইকে শুধুমাত্র প্যারাসিটামল দেওয়া হয়েছিল। কারাগারগুলি পরিবারের পক্ষ থেকে পাঠানো ওষুধ বাজেয়াপ্ত করেছে এবং নিরাপত্তার কারণে সরকারি হাসপাতালে তা সরবরাহ করতে অস্বীকার করেছে।’

২০২৩ সালে, মিয়ানমারে ১৬ জন রাজনৈতিক বন্দীকে হত্যা করা হয়েছিল এবং চিকিৎসা প্রত্যাখ্যান করার পরে ১৭ জন মারা গিয়েছিল। ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে, অন্তত ১০১ জন রাজনৈতিক বন্দী অপর্যাপ্ত চিকিৎসার কারণে মারা গেছেন, আগস্টের শেষের দিকে রাজনৈতিক বন্দীদের সহায়তা সমিতি, প্রাক্তন রাজনৈতিক বন্দী সমিতি, চচঘগ এবং রাজনৈতিক বন্দীদের মহিলা সংগঠন সহ ছয়টি সংগঠনের যৌথ বিবৃতিতে এসব তথ্য জানা গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়