শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:১১ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ৫ বছরের শিশুকে গণধর্ষণ, ভিডিও ছড়ালো সোশ্যাল মিডিয়ায়

৫ বছরের  শিশুকে  গণধর্ষণ। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশ রাজ্যে।  ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলায়। ১৯ সেপ্টেম্বর গণধর্ষণের শিকার হয় পাঁচ বছরের শিশু । বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকে গণধর্ষণ করে দুইজন।

পাশে দাঁড়িয়ে আরও দুইজন ধর্ষণের ভিডিও তুলে রাখে। সেই ভিডিও ছড়িয়েও দেয় সোশ্যাল মিডিয়ায়। নির্যাতনের পর শিশুটির স্বাস্থ্য খারাপ হলে, ন্যক্কারজনক এই ঘটনাটি প্রকাশ পায়। তার শরীর জুড়ে আঘাতের চিহ্ন দেখেই সন্দেহ হয় পরিবারের। আরও অভিযোগ, অভিযোগ করতে গেলে অভিযুক্তরা ছেলের পরিবারকে হুমকি দেয়। এমনকি মারধর পর্যন্ত করে। পরে ওই শিশুর পরিবারের সদস্যেরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।

ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছিলেন অভিযুক্তেরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে চিহ্নিত করে খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। স্থানীয় থানার ইনস্পেক্টর জানিয়েছেন, চার জনের বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’ তুলেছে শিশুটির পরিবার।

ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে একাধিক টিম গঠন করেছে পুলিশ। কলকাতার আরজিকরে নারী  চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে দেশ জুড়ে জোরালো হয়েছে নারী নিরাপত্তার দাবি। ধর্ষণের মতো সামাজিক ব্যাধি থেকে পুরুষেরা কতটা নিরাপদ, উত্তরপ্রদেশের ঘটনার পর তা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্র: হিন্দুস্থান  টাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়