শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১৮ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রান্নাঘরে দুই ঘণ্টা থাই নারীকে পেঁচিয়ে রাখলো পাইথন সাপ

ডিজিটাল ডেস্ক রিপোর্ট : ৬৪ বছর বয়সী এক নারী তার বাড়িতে সন্ধ্যার খাবার তৈরি করছিলেন। সেইসময় হুট করেই তিনি তার উরুতে তীব্র ব্যথা অনুভব করেন এবং দেখতে পান বিশাল আকারের এক অজগর তাকে পেঁচিয়ে ধরেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের ব্যাংককে ঘটেছে এই ঘটনা।

অরম অরুণরোজ নামে ওই নারী থাইল্যান্ডের থাইরাত পত্রিকাকে বলেছেন, আমি কিছু পানি নিতে ধরছিলাম এবং তখন বসে পরলে তৎক্ষণাৎ সাপটি আমায় কামড় দেয়। আমি তাকিয়ে দেখি সাপটি আমায় পেঁচিয়ে ধরেছে।  চার থেকে পাঁচ মিটার লম্বা সেই অজগর অরমকে চারপাশ থেকে পেঁচিয়ে ধরে এবং রান্নাঘরের মেঝেতে নিয়ে যায়।  অরম অরুণরোজ বলেছেন, আমি সাপটির মাথা ধরি কিন্তু সেটি আমায় ছাড়েনি, সেটি কেবল শক্তভাবে পেঁচিয়ে ধরতে থাকে।


একপর্যায়ে তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু প্রায় দেড় ঘণ্টা পর কোনো প্রতিবেশী তার বাড়ির পাশ দিয়ে যান। এরপর অরমের চিৎকার শুনে কর্তৃপক্ষকে খবর দেন। এরপর পুলিশ ও প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা সাপটির মাথায় আঘাত করার জন্য একটি কাকদণ্ড ব্যবহার করে। এরপর একপর্যায়ে অরমকে ছেড়ে দেয় সাপটি।

সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, ওই নারীকে প্রায় দুই ঘণ্টা পেঁচিয়ে ধরে ছিল সাপটি। শেষমেশ অরমকে চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। 

সুত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়