শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০২:১০ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রুত গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে নেতানিয়াহুকে বাইডেনের তাগাদা

সাজ্জাদুল ইসলাম: [২] হোয়াইট হাউসে স্থানীয় সময় গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট  জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় বাইডেন তাকে এ ব্যাপারে তাগাদা দেন। এএফপি

[৩] বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজায় যদ্ধবিরতির বিষয়ে বিরোধ কমিয়ে সম্ভব দ্রুত চুক্তি চূড়ান্ত করা এবং গাজায় দীর্ঘ মেয়াদে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রেসিডেন্ট বাইডেন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সংকট এবং ত্রাণ সরবরাহে প্রতিবন্ধকতা দূর করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন তারা। 

[৪] এদিন কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকের পর হ্যারিস সাংবাদিকদের বলেন, গাজায় গত ৯ মাসে যা কিছু ঘটেছে, তা ভয়াবহ। মৃত শিশুদের ছবি এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে পালাতে থাকা ক্ষুধার্ত মানুষ, যাদের কাউকে কাউকে দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থবারের মতো বাস্তুচ্যুত হতে হয়েছে, তাদের ছবি দেখা যাচ্ছে।’

[৫] তিনি আরও বলেন, ‘এমন অবস্থায় এসব হৃদয়বিদারক ঘটনা থেকে আমরা দৃষ্টি ফিরিয়ে নিতে পারি না। এমন দুর্ভোগ দেখার পর আমরা চুপ থাকতে পারি না এবং আমি নীরব থাকব না।’ তবে কমলা হ্যারিস বলেন, ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তার প্রতি তার যে প্রতিশ্রুতি, তা ‘অটল’ আছে। কিন্তু যুদ্ধে ‘অনেক বেশি’ নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন উল্লেখ করে উদ্বেগ জানান তিনি।

[৬] গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার জন্যও নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন কমলা হ্যারিস। তিনি বলেন, এই যুদ্ধ অবসানের সময় এসেছে। এদিকে যুদ্ধবিরতির প্রচেষ্টা সত্ত্বেও রাফাহ, খান ইউনিসসহ গাজাজুড়ে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলার মুখে দফায় দফায় বাস্তুচ্যুত হচ্ছেন সেখানকার বাসিন্দারা। সম্পাদনা: রাশিদ

এসআই/আর/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়