শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাজনে পৃথিবী থেকে বিচ্ছিন্ন নতুন আদিবাসী গোষ্ঠীর সন্ধান

সাজ্জাদুল ইসলাম: [২] পেরুর দুর্গম আমাজন অরণ্যের প্রত্যন্ত অঞ্চলে মাশকো পিরো নামে নতুন এক ক্ষুদ্র নৃতাত্ত্বিকগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল। জুনের শেষ দিকে ব্রাজিল সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব পেরুর মাদ্রে দে দিওস অঞ্চলের একটি নদীর তীরে তাদের ওই ছবি ধারণ করা হয়। সূত্র : এনবিসি

[৩] গত মঙ্গলবার স্থানীয় আদিবাসী অধিকার গোষ্ঠী ফেনামাদ জানিয়েছেন, পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিহীন এই নৃগোষ্ঠীকে খাদ্যের সন্ধানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেইন ফরেস্ট থেকে আরও ঘন ঘন বেরিয়ে আসতে দেখা গেছে। মূলত বনে কাঠ সংগ্রহকারী কোম্পানিগুলো ক্রমবর্ধমান উপস্থিতি তাদের বেরিয়ে আসতে বাধ্য করেছে।

[৪] সারভাইভাল ইন্টারন্যাশনালের ডিরেক্টর ক্যারোলিন পিয়ার্স বলেছেন, শ্রমিকেরা যেখানে কাঠ কাটতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে বিচ্ছিন্ন মাশকো পিরো আদিবাসীরা বিচ্ছিন্ন বাস করেন।

[৫] মন্টে সালভাদো নামে ইয়েন জনগোষ্ঠীর একটি গ্রামের কাছে সম্প্রতি ৫০জনেরও বেশি মাশকো পিরো গোষ্ঠীর মানুষকে দেখা গেছে। আদিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা এনজিওটি জানিয়েছে, কাছাকাছি পুয়ের্তো নুয়েভো গ্রামে ১৭ জনের আরেকটি দলকে দেখা যায়।

[৬] মাদ্রে দে দিওসের দুটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকার মধ্যে অবস্থিত একটি অঞ্চলে বসবাসকারী মাশকো পিরো খুব কমই বন থেকে বের হয়। ইয়িন বা অন্য কোন গোষ্ঠীর সঙ্গেও তারা খুব বেশি যোগাযোগ করে না।

এসআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়