শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ১০:০৬ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ২৬টি ভবন ধসে গেছে

রাশিদুল ইসলাম: [২] মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, তাইওয়ানের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ২৫ বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানার এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। সিএনএন/বিবিসি

[৩] ভূমিকম্পের কেন্দ্রস্থল পর্যটন শহর হুয়ালিয়েন থেকে প্রায় ১৮ কিলোমিটার (১১ মাইল) দক্ষিণে। রিখটার স্কেলে এটি ৬.৫ মাত্রার কম্পন সহ শক্তিশালী আফটারশকগুলি অনুসরণ করে। আগামী দিনে ৭ মাত্রার একাধিক শক্তিশালী আফটারশক হওয়ার শঙ্কা রয়েছে বলে তাইওয়ানের কর্মকর্তারা সতর্ক করেছেন।

[৪] তাইওয়ানের সেন্ট্রাল ইমার্জেন্সি কমান্ড সেন্টার জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২৬টি ভবন ধসে পড়ার পর লোকজন আটকা পড়ে। মধ্য তাইওয়ানের একটি মহাসড়কে ভূমিধস ও পাথর ধসে অন্তত নয়জন আহত হয়েছেন। তাইওয়ান, জাপান এবং ফিলিপাইন সমস্ত ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা বাতিল করেছে।

[৫] তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

[৬] এদিকে জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। তাদের সতর্কতা অনুযায়ী, তাইওয়ানের কাছে মিয়াকোজিমা দ্বীপসহ জাপানের কয়েকটি দ্বীপে শিগগিরই ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়