শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানে চোখ হারানো ৪ তরুণের বিষপান; কারণ হিসাবে যা জানালো সহযোদ্ধারা ◈ বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় বড় সংশোধন আসছে ◈ অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু, ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ গার্মেন্টস মালিকদের দুর্দশা দেখার কেউ নেই: অনন্ত জলিল (ভিডিও) ◈ নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি, বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়ছে! ◈ বাংলাদেশের দুটি চিকেন নেক ভারতের চেয়েও স্পর্শকাতর— আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কৌশলগত হুঁশিয়ারি ◈ জাতীয় স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: মামুনুল হকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার আশ্বাস ◈ জাপান সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ও প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা ◈ সরকারি চাকরি অধ্যাদেশ জারি, যে চার অপরাধে শাস্তি ◈ এমপি মনোনয়ন পেলেন আমীর হামজা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৪, ০২:৫০ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৪, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেটো ক্ষমতা ব্যবহার না করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ইসরায়েল

ভেটো ক্ষমতা ব্যবহার না করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ইসরায়েল

সাজ্জাদুল ইসলাম: [২] গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দীর্ঘ প্রতীক্ষিত একটি প্রস্তাব পাস হয়েছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য প্রস্তাবটি সোমবার উত্থাপন করে এবং ১৫ সদস্যের মধ্যে ১৪টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে এতে সমর্থন জানায়। তবে যুুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল।

[৩] এর আগে গাজা যুদ্ধবিরতির ব্যাপারে তিনবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করা হলেও যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগে তা বাতিল হয়ে যায়। 

[৪] পাস হওয়া প্রস্তাবে পবিত্র রমজান মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে যে সমস্ত ইসরায়েলি জিম্মি আটক রয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে। এছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে জরুরিভিত্তিতে ত্রাণ কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে প্রস্তাবে।

[৫] বিবিসি জানায়,প্রস্তাব অনুসারে যদি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয় তাহলে তা দুই সপ্তাহের জন্য স্থায়ী হবে। প্রস্তাবে বলা হয়েছে- প্রাথমিকভাবে রমজানের বাকি দিনগুলোতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে, চূড়ান্তভাবে তা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে।

[৬] আল-জাজিরা জানায়, নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাস হওয়ার পরপরই জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস একে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে ব্যর্থতা হবে ক্ষমার অযোগ্য অপরাধ।

[৭] ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাব পাস হওয়ায় এবং ওয়াশিংটন তাতে ভেটো না দেওয়ায় ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন। তিনি দাবি করেন, প্রস্তাবটি পাস হওয়ায় যুদ্ধ প্রচেষ্টা ও বন্দীদের উদ্ধার প্রক্রিয়া- দুটোই ক্ষতিগ্রস্ত হবে। এমনকি তিনি তার প্রতিনিধিদলের নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন। সিএনএন জানায়, নেতানিয়াহুর এই সিদ্ধান্তে মার্কিন কর্মকর্তা অত্যন্ত বিস্মিত হয়েছেন।

এসআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়