শিরোনাম
◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার ◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা ◈ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান (ভিডিও) ◈ লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে অবস্থানরত বাংলাদে‌শিদের জন্য দূতাবাসের জরু‌রি বার্তা ◈ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০ হাজার কোটি ডলারে ১৬০ জেট কিনবে কাতার! ◈ আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ায় কাদের সুবিধা হলাে ◈ মুস্তা‌ফিজ‌কে কি দেখা যাবে আইপিএলে? ক'টা ম্যাচ খেলবেন? ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় অনেক ক‌ষ্টে মায়োর্কাকে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০২:২৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই ফাউন্ডেশনে এলো ৩ প্রতারক, ধরা পড়ে গেলো জালিয়াতি! ভিডিও

এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একইদিনে কয়েকজন প্রতারক ধরা পড়ল! এর মধ্যে সুপরিকল্পিতভাবে একই পরিবারের তিনজন জালিয়াতিতে অংশ নেয়। আরেক জালিয়াতের আগমন ঘটে চাঁদপুর থেকে। তবে অপরাধের কথা স্বীকার করায় ছেড়ে দেয়া হয় তাকে। বিস্তারিত আরও দেখুন যমুনা টিভি ভিডিওতে

 

এছাড়া, জুনায়েদ নামের একজন প্রতারক এমআইএস সিস্টেম ব্যবহার করে আহতদের নাম তালিকাভুক্ত করার প্রলোভন দিয়ে টাকা আদায় করেছেন। এই চক্রের মাধ্যমে প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশন সেল প্রতিটি আবেদনের তথ্য যাচাই করার মাধ্যমে এই প্রতারণার চক্রগুলো ধরা পড়েছে। সেলটির মাধ্যমে স্থানীয় আন্দোলনকারীদের সাথেও যোগাযোগ করা হয় এবং নিশ্চিত করা হয় যে, শুধুমাত্র প্রকৃত আহতরা সহায়তা পাবে।

কিছু প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তারা জেলহাজতে পাঠানো হয়েছে। যারা প্রতারণা করে টাকা নিয়েছেন তারা মুচলেকা দিয়েছে এবং যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেছেন, ভুয়া দাবির বিরুদ্ধে তারা খুবই সতর্ক এবং প্রতারণা করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফাউন্ডেশন এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তথ্য যাচাইয়ের জন্য আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, "যদি কেউ ভুল তথ্য দিয়ে ফাউন্ডেশন থেকে টাকা নিয়ে নেয় অথবা নেয়ার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়