শিরোনাম
◈ রাজধানীর শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক অ্যাকাউন্ট ওটিপি ছাড়াই হ্যাক হচ্ছে, সতর্ক থাকতে যা করবেন

সাইবার প্রতারকরা নতুন এক কৌশল ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে — এমনকি ওটিপি বা এটিএম পিন ছাড়াইও। তারা দেখাতে পারে বার্তাগুলো ব্যাংকের অফিসিয়াল মেসেজের মতো; একটিবার ক্লিক করলেই ব্যবহারকারীর মোবাইল থেকে ব্যাংক সংক্রান্ত তথ্য সরাসরি প্রতারকদের কাছে চলে যেতে পারে। এরপর সহজেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়া যায়।

একটি সাম্প্রতিক ঘটনার ভাষ্য অনুযায়ী, নয়াদিল্লির এক ২৬ বছরের নারী যখন একটি ল্যাপটপ কিনে, তখন তাকে ‘ভাউচার জেতার’ নামে একটি মেসেজ আসে। বার্তায় ব্যক্তিগত ও ব্যাংক তথ্য চাওয়া হয়; দোকানের নামও মেলে না—এতে সন্দেহ করে তিনি ভুয়া লিঙ্কে ক্লিক থেকে বিরত থাকেন এবং ব্লা‌ক থেকে বাঁচেন।

প্রতারকরা যে পদ্ধতিগুলো ব্যবহার করছে

ফিশিং লিংক — ব্যাংকের মতো দেখানো মেসেজে থাকা লিংকে ক্লিক করালে তথ্য চুরি।

কল মার্জিং — চলন্ত ফোন কলের মাঝে কৃত্রিমভাবে দ্বিতীয় কল যুক্ত করে ওটিপি শুনে নেয়া।

ভয়েসমেইল হ্যাক ও স্ক্রিন শেয়ারিং — ব্যবহারকারীর অনুমতি বা অসচেতনে স্ক্রিন শেয়ার করিয়ে তথ্য হাতানো।

কিউআর কোড জালিয়াতি — নকল কিউআর কোডের মাধ্যমে দুর্যোগবশত তথ্য ফাঁস করা।

সতর্কতার সহজ নিয়মগুলো (অবশ্যই মানবেন)

অচেনা কল/মেসেজ/লিংক-এ ক্লিক করবেন না।

ব্যাংক বা ব্যক্তিগত তথ্য কখনও SMS/কল/লিংক দিয়ে দেবেন না।

সন্দেহ হলে অফিসিয়াল হটলাইনে নিজে ফোন করে যাচাই করুন—কল রিসিভ কলে বলা নম্বরে বিশ্বাস করবেন না।

অবিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেন না—কোনো এপকে ক্যামেরা/স্টোরেজ অ্যাক্সেস দিলে বহু দুর্নীতির সুযোগ পাওয়া যায়।

সামাজিক মাধ্যমে ব্যক্তিগত তথ্য (মোবাইল, ইমেইল, কেনার বিবরণ) শেয়ার কম করুন—প্রতারক এসব তথ্য সংগ্রহ করে কাস্টমাইজড আক্রমণ চালায়।

যদি আপনি সন্দেহজনক কিছু পান

  1. দ্রুত আপনার ব্যাংকের কাষ্টমার কেয়ার-এ জানাতে হবে।
  2. অ্যাকাউন্টে অননুমোদিত লেনদেন হলে প্রম্পটলি ব্লক/ফ্রিজ করান এবং অভিযোগ করুন।
  3. মোবাইলে অযাচিত অ্যাপ থাকলে ডিলিট করে নিরাপত্তা স্ক্যান চালান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়