শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:২৫ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন আইফোনের লুকানো ৫ দারুণ ফিচার

আইফোনে এমন অনেক দরকারি ফিচার আছে, যেগুলো আমরা অনেক সময় খেয়ালই করি না। আসলে এই ফিচারগুলো একটু লুকানো জায়গায় থাকে, কিন্তু একবার জানলে ফোন ব্যবহার আরও সহজ হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি অসাধারণ ফিচার—

১) পেছনে ট্যাপ দিলেই স্ক্রিনশট: এখন স্ক্রিনশট নেওয়া আরও সহজ! শুধু আইফোনের পেছনে দু’বার বা তিনবার ট্যাপ করলেই স্ক্রিনশট নেওয়া যাবে। পদ্ধতি: সেটিংস → অ্যাক্সেসিবিলিটি → টাচ → ব্যাক ট্যাপ, এরপর ডাবল ট্যাপ বা ট্রিপল ট্যাপ নির্বাচন করে স্ক্রিনশট বেছে নিন।

২) টেক্সট শর্টকাট বানান: একই বাক্য বারবার লিখতে ক্লান্ত? ছোট শর্টকাটেই পুরো বাক্য লিখে ফেলুন! যেমন, “ওএমডাবলিউ” লিখলেই দেখাবে “আমি রাস্তায় আছি।” পদ্ধতি: সেটিংস → জেনারেল → কিবোর্ড → টেক্সট রিপ্লেসমেন্ট, এরপর প্লাস (+) আইকনে চাপ দিয়ে বাক্য ও শর্টকাট লিখে সেভ করুন।

৩) কন্ট্রোল সেন্টার থেকেই টাইমার চালু: ঘড়ির অ্যাপ খুলে টাইমার চালানোর ঝামেলা এখন অতীত। পদ্ধতি: ফোনের ওপরের ডানদিক থেকে নিচে নামিয়ে কন্ট্রোল সেন্টার খুলুন। তারপর টাইমার আইকনে আঙুল চেপে ধরে রাখুন, পছন্দমতো সময় ঠিক করে স্টার্ট চাপুন।

৪) দরজার ঘণ্টা বা শিশুর কান্নার শব্দে নোটিফিকেশন: এই ফিচার চালু থাকলে দরজার ঘণ্টা, শিশুর কান্না বা অ্যালার্মের মতো শব্দ শুনলেই আইফোন আপনাকে নোটিফিকেশন পাঠাবে। পদ্ধতি: সেটিংস → অ্যাক্সেসিবিলিটি → সাউন্ড রিকগনিশন, তারপর দরকারি শব্দগুলো চালু করুন। বিশেষ করে যাদের শ্রবণ সমস্যা আছে, তাদের জন্য এটি খুবই উপকারী।

৫) রাতে স্ক্রিনের আলো আরও কমান: রাতে আইফোনের আলো চোখে লাগে? এখন সেটি আরও কমানো সম্ভব। পদ্ধতি: সেটিংস → অ্যাক্সেসিবিলিটি → ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ → রিডিউস হোয়াইট পয়েন্ট, এরপর নিচের স্লাইডার টেনে আলো কমিয়ে নিন। এতে চোখ থাকবে আরও আরামদায়ক ও সুরক্ষিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়