এক্সের (সাবেক টুইটার) অ্যালগরিদম নিয়ন্ত্রণ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক। তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্মটিতে পুরোপুরিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর পরামর্শব্যবস্থা চালু করা হবে। এ জন্য ব্যবহারকারীদের ফিডে আধেয় (কনটেন্ট) দেখার পরামর্শ দেওয়া অ্যালগরিদমের পদ্ধতি বা হিউরিস্টিকস (মানব-নির্ধারিত নির্দেশনা) মুছে ফেলা হবে।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে প্ল্যাটফর্মটি থেকে সব হিউরিস্টিকস মুছে ফেলা হবে।
এই পরিবর্তনের পর এক্সের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘গ্রোক’ ব্যবহারকারীর আগ্রহ ও আচরণের ভিত্তিতে সর্বাধিক প্রাসঙ্গিক ও আকর্ষণীয় কনটেন্ট বাছাই করে দেখাবে। এর ফলে পোস্ট কার, সেটার চেয়ে পোস্ট কতটা মানসম্মত ও প্রাসঙ্গিক— তা-ই গুরুত্বপূর্ণ হবে।
এছাড়া ব্যবহারকারীরা তাদের ফিডে কী দেখবেন, সে বিষয়ে বর্তমানের তুলনায় আরও বেশি নিয়ন্ত্রণের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।
ইলন মাস্কের মতে, নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পরামর্শব্যবস্থা এক্সে আধেয় প্রদর্শনের ধরন সম্পূর্ণ বদলে দেবে। নতুন ব্যবহারকারী ভালো কোনো পোস্ট করলেও তা খুব কম মানুষের কাছে পৌঁছায় বলে অভিযোগ করেন অনেকে। এ পরিবর্তনের ফলে সেগুলোর সমাধান হবে। পূর্বনির্ধারিত অ্যালগরিদম বাদ দিলে, আধেয় দেখানোর প্রক্রিয়া আরও ব্যবহারকারীকেন্দ্রিক ও স্বাভাবিক হবে।
প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, এক্সের এ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। এতে ব্যবহারকারীরা আরও ব্যক্তিকেন্দ্রিক ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা পাবেন, যা তাদের প্ল্যাটফর্মে সম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে।