শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৬ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাপলের সবচেয়ে বড় আপডেট: আইওএস ২৬ আনল নতুন ডিজাইন ও এআই ফিচার

এবারের অ্যাপল ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স-২০২৫ ইভেন্টে সবচেয়ে বড় চমক ছিল আইওএস ২৬-এর ঘোষণা। এই নতুন সংস্করণটি শুধু একটি সফটওয়্যার আপডেটই নয়, বরং আইফোন ব্যবহারকারীদের জন্য এটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে। ডিজাইন, এআই ফিচার ও ইউজার ইন্টারফেস, সব মিলিয়ে আইওএস ২৬ এখন পর্যন্ত সবচেয়ে বড় আইওএস আপডেট হতে যাচ্ছে। 

স্বাভাবিকভাবেই ইতিমধ্যে অনেকেই এই গ্লাস স্টাইল ডিজাইনের ব্যবহারযোগ্যতা ও কার্যকারিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।

কেউ কেউ বেটা আপডেট ইনস্টল করে টেস্ট করা শুরু করেছেন। অনেকেই এই আপডেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। আজকের প্রতিবেদনে জানুন আইওএস ২৬ এর নতুন ফিচার ও নতুন ডিজাইন সম্পর্কে।

আইওএস ২৬-এর নামকরণ

অ্যাপল আইওএস ২৬ আসার আগে সর্বশেষ ছিল আইওএস ১৮ সংস্করণ।

আইওএস ২৬-এর মাধ্যমে অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম ভার্সনের নামকরণে একটি নতুন ধারার সূচনা করেছে। এর আগে আইওএস, ম্যাকওএস, ওয়াচওএস ইত্যাদির ভার্সন নম্বর বাড়ানো হতো সাধারণভাবে সিরিয়াল অনুযায়ী। কিন্তু এখন থেকে অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমগুলোতে ‘ইয়ার-বেসড’ নামকরণ ব্যবস্থায় যাচ্ছে। অর্থাৎ, আইওএস ২৬, ম্যাকওএস ২৬, ওয়াচওএস ২৬—সবগুলোতেই ‘২৬’ নম্বরটি ২০২৬ সালকে নির্দেশ করছে, যেহেতু এই সংস্করণটি সেই বছরের জন্য রিলিজ হচ্ছে।

আইওএস ২৬ ভার্সন সোমবার (১৫ সেপ্টেম্বর) আইফোন সিরিজের সঙ্গে রিলিজ হয়েছে। এতে করে ব্যবহারকারীদের জন্য কোন ভার্সন কোন বছরের জন্য, তা বোঝা অনেক সহজ হবে এবং সফটওয়্যার ভার্সনের মধ্যে সংগতি থাকবে। এই পরিবর্তন অ্যাপলের সফটওয়্যার ইকোসিস্টেমে আরো সংগঠিত ও ভবিষ্যতবান্ধব অভিজ্ঞতা নিশ্চিত করবে।

লিকুইড গ্লাস ডিজাইন

আইওএস ২৬ এর সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো এর নতুন ‘লিকুইড গ্লাস’ ডিজাইন ভাষা। এটি মূলত ইউজার ইন্টারফেসে একটি আধুনিক ও ট্রান্সপারেন্ট লুক এনেছে, যেখানে আইকন, উইন্ডো ও কন্ট্রোলারগুলো যেন কাঁচের মতো স্বচ্ছ ও তরল মনে হয়।

এই ডিজাইন প্রথমবার দেখা যায় ভিশনওএস-এ এবং এখন তা আইফোন, আইপ্যাড, ম্যাক, এমনকি অ্যাপল ওয়াচ ও অ্যাপল টিভি-তেও একীভূত করা হচ্ছে।

অ্যাপল ইন্টেলিজেন্স : প্রাইভেসিসহ স্মার্ট এআই

আইওএস ২৬-এ যুক্ত হয়েছে অ্যাপলের নিজস্ব জেনারেটিভ এআই সিস্টেম, যার নাম অ্যাপল ইন্টেলিজেন্স। এটি আইফোন ব্যবহারকারীদের মেসেজ লিখতে সাহায্য করতে পারে, ছবি তৈরি করতে পারে এবং রিয়েল টাইমে প্রাসঙ্গিক সাজেশন দিতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি কাউকে নিয়ে কোনো মিটিং ডিসকাশন করেন, অ্যাপল ইন্টেলিজেন্স সেই স্ক্রিন কনটেন্ট থেকে সরাসরি ক্যালেন্ডারে ইভেন্ট সাজেস্ট করতে পারে।

হোল্ড অ্যাসিস্ট ও কল স্ক্রিনিং

যখন কেউ অনহোল্ডে আসে তখন নতুন এই হোল্ড অ্যাসিস্ট ফিচার আপনার হয়ে এআই-ভিত্তিক সিস্টেমে কল ধরে রাখতে পারে এবং আপনার জন্য অপেক্ষা করতে পারে। পাশাপাশি অ্যাপল এখন থেকে অ্যানড্রয়েড ফোনের মতোই অজানা নম্বর থেকে আসা কল স্ক্রিন করতে দিচ্ছে। যার ফলে ব্যবহারকারীর প্রাইভেসি ও নিরাপত্তা বাড়বে।

নতুন ক্যামেরা ও সাফারি ইন্টারফেস

আইওএস ২৬-এ ক্যামেরা অ্যাপেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এখন মোড পরিবর্তন আরো সহজ করা হয়েছে এবং কম ব্যবহৃত অপশনগুলো স্ক্রল করে বের করা যায়। সাফারি ব্রাউজারে ট্যাব বার এখন স্ক্রিনের নিচে চলে এসেছে এবং সেটি এখন আংশিক স্বচ্ছ দেখায়, ফলে ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরো মসৃণ হবে বলে অ্যাপল আশা করছে।

মেসেজ অ্যাপে গ্রুপ পোল ও কাস্টম ব্যাকগ্রাউন্ড

ম্যাসেজ অ্যাপেও এসেছে বেশ কিছু মজার ফিচার। এখন থেকে আপনি গ্রুপ চ্যাটে পোল তৈরি করতে পারবেন। এ ছাড়া চ্যাট ব্যাকগ্রাউন্ডে ব্যক্তিগত ছবি বা ডিজাইন যুক্ত করা যাবে, যা পুরো কনভার্সেশনকে আরো পার্সোনাল করে তুলবে।

নতুন জেনমজি ও ইমেজ প্লেগ্রাউন্ড

ইমোজি প্রেমীদের জন্য আইওএস ২৬ নিয়ে এসেছে জেনমোজি, যেখানে আপনি আপনার মনের মতো কাস্টম ইমোজি তৈরি করতে পারবেন। পাশাপাশি ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ নামক ফিচারের মাধ্যমে এআই দিয়ে ছবি তৈরি করা যাবে। সোশ্যাল কনটেন্ট নির্মাতাদের জন্য এটি দারুণ একটি টুল।

অন-ডিভাইস ট্রান্সলেশন ও ভিজ্যুয়াল কনটেক্সট

অ্যাপল এবার এআই চালিত লাইভ ট্রান্সলেশন যুক্ত করেছে, যা রিয়েল টাইমে কল বা ফেসটাইম এ কথোপকথন অনুবাদ করতে পারবে। এতে আলাদা কোনো অ্যাপ দরকার হবে না এবং পুরো প্রসেসটা অন-ডিভাইসেই হবে, ফলে প্রাইভেসি থাকবে সুরক্ষিত।

আইওএস ২৬ কোন আইফোন মডেলগুলো পাবে?

অ্যাপল তাদের নতুন আইওএস ২৬ অপারেটিং সিস্টেমটি বেশ কিছু আইফোন মডেলের জন্য উন্মুক্ত করছে। এই আপডেটটি আইফোন ১১ সিরিজ থেকে শুরু করে আইফোন ১৬ সিরিজ পর্যন্ত পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে আইফোন ১১, আইফোন ১২, আইফোন ১৩, আইফোন ১৪, আইফোন ১৫ এবং আইফোন ১৬ সিরিজের সব মডেল। সেপ্টেম্বরে বাজারে আসতে যাওয়া আইফোন ১৭ সিরিজেও থাকবে আইওএস ২৬ সংস্করণ। আইফোন এসই এর সেকেন্ড জেনারেশনেও পাবেন আইওএস ২৬ আপডেট।

তবে অ্যাপল ইন্টেলিজেন্স নামে যে এআই ফিচারগুলো এসেছে সেটি শুধু আইফোন ১৫ প্রো, ১৫ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬ এর সব মডেলে (পরবর্তীগুলোতেও) পাওয়া যাবে। এর কারণ হলো, এই ফিচারগুলো চালানোর জন্য অত্যাধুনিক এ১৭ প্রো বা তার পরবর্তী চিপ প্রয়োজন।

যারা আইফোন এক্সআর, এক্সএস বা এক্সএস ম্যাক্স ব্যবহার করেন, তাদের জন্য দুঃখের বিষয় হলো—এই ডিভাইসগুলো আইফোন ২৬ আপডেট পাবে না। অ্যাপল ইতিমধ্যেই এই মডেলগুলোর জন্য আইওএস ভার্সন আপডেট বন্ধ করে দিয়েছে।

আইওএস ২৬ হচ্ছে অ্যাপলের ইতিহাসে অন্যতম বড় সফটওয়্যার আপডেট। যারা নতুন প্রজন্মের আইফোন ব্যবহার করছেন, তারা অ্যাপল ইন্টেলিজেন্স এবং লিকুইড গ্লাস ইউআই-এর মাধ্যমে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা নিতে যাচ্ছেন। তবে যারা পুরনো আইফোন ব্যবহার করছেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে। নতুন আইফোন ১৭ সিরিজ এবং আইওএস ২৬ একসঙ্গে লঞ্চ হওয়ার ফলে সম্ভবত অনেকেই এবার ডিভাইস আপগ্রেডের কথা ভাববেন। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়