আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ইলিশ যাচ্ছে ভারতে। এবছর সরকার ৩৭ জন রফতানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে।
বুধবার দিবাগত রাত ১ টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৬ টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রফতানি করে। প্রতিকেজি ইলিশের রফতানি মুল্য ছিল ১২ ডলার ৫০ সেন্ট। যা বাংলাদেশি অর্থে ১৫২৫ টাকা। এদিকে ভারতে ইলিশ রফতানির খবরে স্থানীয় বাজারে দেড়েছে দাম। সংকটের বাজারে ইলিশ রফতানি ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে বানিজ্য ও সৌহাদ্য-সম্পৃতির বন্ধন জোরদার করবে বললেও সাধারন ক্রেতারা বলছে রফতানির কারনে আরো দাম বাড়বে বাজারে।
জানা যায়,ভারতের সাথে রয়েছে বাংলাদেশের বৃহৎ বানিজ্য ও সৌহাদ্য,সম্পৃতির সম্পর্ক্য। এ সর্ম্পর্ক্যে আরো জোরদার করতে বিভিন্ন জনপ্রিয় এদেশের জনপ্রিয় খাবার ও পণ্য পাঠানো হয় ভারতে। পদ্মার রূপালী ইলিশ স্বাদ আর গন্ধে অতুলনীয় হওয়ায় দুই বাংলায় বেশ জনপ্রিয় মাছটি। বিশেষ করে দূর্গা পুজায় অতিথী আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখে ওপারের বাঙালীরা। আগে ইলিশ সাধারন রফতানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদন সংকট দেখিয়ে ২০১২ সালে দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করে দেয় তৎকালিক সরকার।
তবে ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দূর্গা পুজাতে আবারো ইলিশ রফতানির সুযোগ দেয় সরকার। ব্যবসায়ীরা দূর্গাপুজায় ইলিশ আমদানির অনুরোধ জানান অন্তবর্তীকালিন সরকারকে। এতে সরকার ৩৭ জন রফতানিকারককে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়। বুধবার রাতে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ যায় ভারতে। আগামী ০৫ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করতে নির্দেশ দিয়েছে মৎস অধিদপ্তর।
সাধারন ক্রেতা রহমত জানান, একমাস আগে ও দেশের বাজারে প্রতিকেজি ইলিশের দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা হলেও এখন তা বেড়ে দাড়িয়েছে ২২০০ থেকে ২৫০০ টাকায়। ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে আর দেশের মানুষ কিনতে গেলে বেশি।
বেনাপোল বাজারের ইলিশ বিক্রেতা শহিদ জানান,সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বাজারে। রফতানিতেও কিছুটা প্রভাব পড়েছে।
ইলিশ রফতানিকারক সাইফুল ইসলাম জানান, তিনি ইলিশ রফতানির অনুমতি পেয়েছেন। ইলিশ রফতানি সামনের দিনে দুই দেশের বানিজ্য ও সৌহাদ্য সম্পর্ক্যকে জোরদার করবে।
বেনাপোল স্থলবন্দরের মৎস পরিদর্শন ও মাননিয়ন্ত্রন কেন্দ্রের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানান, প্রথম চালানে ভারতে ৩৭ টা ৪৬০ কেজি ইলিশ রফতানি হয়েছে। মান পরীক্ষা করে রফতানির অনুমতি দেওয়া হয়েছে। গত বছর ইলিশ রফতানির অনুমতি ছিল ২ হাজার ৪২০ মেট্রিক টন। বেনাপোল বন্দর দিয়ে রফতানি হয়েছিল মাত্র ৫৩২ মেট্রিক টন জানান তিনি।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে ৪৭৬ টন ইলিশ ভারতে রপ্তানি হয়। এরপরের ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ৬৯৯ টন ইলিশ রপ্তানি হয়। অন্যদিকে, ২০২১-২২ অর্থবছরে ১ হাজার ২৩০ টন, ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ৩৯১ টন ইলিশ রপ্তানি করা হয়। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ৮০২ টন ও ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ ভারতে রপ্তানি হয় ৬৬০ ।