শিরোনাম
◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও) ◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা

টেলিগ্রাফ: বাংলাদেশে উগ্রপন্থিদের উত্থান, সন্ত্রাসে পাকিস্তানের অর্থায়ন, চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা এবং নেপালের রাজনৈতিক অস্থিরতাকে ভারতের চারপাশে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে কলকাতায় চলমান কম্বাইন্ড কমান্ডার্স’ কনফারেন্সে। মঙ্গলবার নিরাপত্তা সংস্থার এক সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে কলকাতার অনলাইন টেলিগ্রাফ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ভারতের প্রতিবেশী বিশেষত বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেশটির জন্য ‘নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ’ তৈরি করেছে। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোতে ক্রমবর্ধমান ভারতবিরোধী মনোভাব অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। তার সঙ্গে এ সমস্ত বিষয় নিয়েও সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকে গভীরভাবে আলোচনা হচ্ছিল। শীর্ষ সামরিক নেতৃত্ব জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা করছিলেন।

তিনি আরও বলেন, ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আক্রমণাত্মক অবস্থান এবং লাদাখ, অরুণাচল প্রদেশ ও সিকিম সীমান্তে পিপলস লিবারেশন আর্মির সঙ্গে চলমান অচলাবস্থা ভারতের জন্য পরোক্ষ হুমকি তৈরি করছে। তিন দিনব্যাপী দ্বিবার্ষিক এই কনফারেন্স সোমবার কলকাতার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। ভারতের প্রতিরক্ষা প্রস্তুতির রূপরেখা নির্ধারণের জন্য দেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে একত্রিত করা হয় এই কনফারেন্সে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, কনফারেন্সের মূল লক্ষ্য ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং একই সঙ্গে পাকিস্তান ও চীন-পাকিস্তান দুই দিক থেকে আসা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়া। এছাড়া নেপাল, বাংলাদেশ ও চীন সংক্রান্ত সীমান্ত সমস্যাও আলোচনায় রাখা হয়েছে। নিরাপত্তা সংস্থার সূত্র ভারতের পূর্ব সীমান্তের উদীয়মান চ্যালেঞ্জকে গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছে।

এক গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর উগ্রপন্থি উপাদানের উত্থান এবং দেশটিতে ক্রমবর্ধমান ভারতবিরোধী বক্তব্য আমাদের জন্য বড় উদ্বেগের কারণ। তিনি আরও উল্লেখ করেন, বছরের পর বছর বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বেড়েছে, যা পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলার জনসংখ্যাগত ভারসাম্যে প্রভাব ফেলেছে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। শীর্ষ সামরিক নেতৃত্ব লাদাখের পূর্বাঞ্চল এবং পূর্ব সেক্টরে চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থার সার্বিক পর্যালোচনাও করেছেন।

তিনি বলেন, কনফারেন্সের ফোকাস হচ্ছে ভবিষ্যৎ সক্ষমতা গড়ে তোলা, যৌথ ও সমন্বিত প্রতিক্রিয়ার জন্য সাংগঠনিক কাঠামো তৈরি, এবং শান্তি ও যুদ্ধ- উভয় সময়ে কাজের প্রক্রিয়ায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে ‘অস্থির বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং উদীয়মান নিরাপত্তা প্রেক্ষাপটের’ কথা উল্লেখ করেন। অনুবাদ: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়