শিরোনাম
◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও) ◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ

স্পোর্টস ডেস্ক: সিরিজের ম্যাচগুলো শুরুর দিনক্ষণ নিশ্চিত করেছে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডাব্লিউআই)। এক বিবৃতিতে চলতি বছর বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজগুলোর সূচি জানায় সিডাব্লিউআই। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করলেও এখনও ভেন্যু ও ম্যাচ শুরুর সময় ঠিক হয়নি।

আগামী ১৮ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ অক্টোবর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ তারিখ। পরের দুই ম্যাচ ৩০ অক্টোবর ও ১ নভেম্বর।

চলতি মাসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সব ফরম্যাট মিলিয়ে দেশের বাইরে ২২ ম্যাচ খেলতে বের হবে ক্যারিবিয়ানরা। আগামী ২৭ সেপ্টেম্বর শারজায় শুরু হবে নেপালের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি।

এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। অক্টোবরে আহমেদাবাদ (২-৬ তারিখ) ও দিল্লিতে (১০-১৪ তারিখ) ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশে আসবে তারা।

এই সিরিজ শেষে প্রায় দুই মাসের সফরে নিউ জিল্যান্ডে যাবে ক্যারিবিয়ানরা। সেখানে মোট ১১টি ম্যাচ খেলবে তারা, যার শুরুটা হবে ৫ নভেম্বর পাঁচ ম্যাচের টি-‌টোয়েন্টি সিরিজ দিয়ে। 

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৫ নভেম্বর। ২ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়