শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মেটা থেকে ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এআই এবং দক্ষতার ভিত্তিতে প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের শাখাগুলো থেকে অদক্ষ কর্মীদের চাকরি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, দক্ষতার বিচারের শিগগিরই বেশ কিছু কর্মী ছাঁটাই করা হবে। গত শুক্রবার মেটা কর্মীদের এমন সিদ্ধান্তের ব্যাপারে সতর্ক করে নোটিশ পাঠায়।

মেটা জানিয়েছে, প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করা হবে, যা তাদের মোট কর্মী সংখ্যার পাঁচ শতাংশের সমান। এই পদক্ষেপের কারণে ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইউরোপ, এশিয়া ও আফ্রিকাসহ ১২টি দেশের কর্মীরা চাকরি হারানোর প্রজ্ঞাপন পাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের কর্মীরা এই ছাঁটাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হবেন না।

মেটার সিইও মার্ক জাকারবার্গ জানুয়ারিতে তার কর্মীদের উদ্দেশে এক বার্তায় বলেছিলেন, ‘দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের রাখা হবে। অদক্ষ কর্মীদের জন্য এখানে কোনো সুযোগ নেই। ভবিষ্যত পরিচালনায় অভিজ্ঞ কর্মীদের প্রাধান্য দেওয়া হবে।’ তিনি আরও জানান, ছাঁটাই হওয়া কর্মীরা নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন।

মেটার মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেনেল গেইল জানিয়েছেন, ছাঁটাই হওয়া কর্মীরা ইমেইলের মাধ্যমে তাদের চাকরি হারানোর ব্যাপারে অবগত হবেন। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়