শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১২:২৯ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে!

প্রতিবেদন বলছে, আগে হ্যাকিং গ্রুপগুলোর প্রধান লক্ষ্য ছিল বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করা। তবে এখন তারা বেশির ভাগ ক্ষেত্রে অর্থের জন্য হামলা চালাচ্ছে। ভুক্তভোগীর কাছ থেকে অর্থ চুরি বা মুক্তিপণ আদায় করাই এখন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী সক্রিয় সাইবার অপরাধী গোষ্ঠীর বেশির ভাগই ২০২৪ সালে মূলত অর্থ উপার্জনের লক্ষ্যেই হামলা চালিয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যান্ডিয়ান্টের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে আসে। সংস্থাটি বলছে, এসব গোষ্ঠীর ৫৫ শতাংশই ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া বা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে। গত কয়েক বছর ধরে এ প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। খবর টেকরাডার।

গবেষণার তথ্যানুযায়ী, গত বছর সব সাইবার হামলার ২১ শতাংশ ছিল র‍্যানসমওয়্যার সংক্রান্ত। অর্থ উপার্জনের উদ্দেশ্যে চালানো হামলাগুলোর মধ্যে র‍্যানসমওয়্যার সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, প্রায় দুই-তৃতীয়াংশের মতো। পাশাপাশি তথ্য চুরি, ক্রিপ্টোকারেন্সি চুরি, ই-মেইল হ্যাক ও ভুয়া চাকরির প্রচারণার মতো হামলাও হয়েছে। এগুলোর লক্ষ্য ছিল ভুক্তভোগীদের কাছ থেকে বড় অংকের অর্থ আদায় করা। এ সময় সাইবার হামলার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে এক্সপ্লয়েট (৩৩ শতাংশ), যা সফটওয়্যার, অ্যাপ বা সিস্টেমের দুর্বলতা খুঁজে আক্রমণ করে; এরপর পাসওয়ার্ড চুরি (১৬ শতাংশ), ফিশিং আক্রমণ (১৪ শতাংশ) ও ওয়েবসাইট হ্যাক (৯ শতাংশ)। এছাড়া আগের হামলার সুযোগ নিয়ে সিস্টেমে প্রবেশ করা হয়েছে বহুবার। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে ফিশিং ও পাসওয়ার্ড চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর সবচেয়ে বেশি হামলার লক্ষ্যবস্তু ছিল আর্থিক খাত, যেখানে ১৭ শতাংশের বেশি আক্রমণ হয়েছে। এর পরই রয়েছে ব্যবসায়িক ও পেশাদার পরিষেবা খাত, উচ্চ প্রযুক্তি, সরকারি সংস্থা ও স্বাস্থ্য খাত।

বিশ্বব্যাপী সাইবার অপরাধের বড় উদ্বেগ র‍্যানসমওয়্যার, তথ্য চুরি ও নানা ধরনের চাঁদাবাজি আগের মতোই প্রবল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পাশাপাশি বাড়ছে ইনফোস্টিলার ম্যালওয়্যার ব্যবহার। এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতি সাইবার হামলাকে আরো ভয়ংকর করে তুলছে। এ প্রযুক্তি দিয়ে এখন আরো নিখুঁত, ফাঁকি দিতে পারা ও দ্রুত ছড়িয়ে পড়া হামলা চালানো সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেন তারা।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোর এখনই উচিত নানা উৎস থেকে নিয়মিত হুমকি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়