শিরোনাম
◈ ড. মুহাম্মদ ইউনূস ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির ◈ জুলাই সনদের দাবি: দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ শাহবাগ, যানজটে ভোগান্তি (ভিডিও) ◈ ঐকমত্য কমিশনের ৮২৬ সুপারিশের মধ্যে ৭৭৫টিতে একমত বিএনপি, জানালেন সালাহউদ্দিন আহমদ ◈ ২০ শতাংশ শুল্ক সরকারের আরেকটি সফলতা : আসিফ নজরুল ◈ ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে উদ্বেগ, যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ◈ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে  সিরিজ শুরু পাকিস্তানের ◈ পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে শিক্ষক স্ত্রীকে জবাই করে হত্যা ◈ আটকে পড়া বাংলাদেশি কর্মীদের সুখবর দিলো মালয়েশিয়া, বোয়েসেলের মাধ্যমে কর্মী নিয়োগের নতুন সিদ্ধান্ত ◈ বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা করা হয়, তাহলে এটি যথেষ্ট আপত্তিকর: অমর্ত্য সেন (ভিডিও) ◈ গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা অপু গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০২:২২ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'মানুষের ছদ্মবেশে' পৃথিবীতে বাস করছে বহু এলিয়েন: হার্ভার্ড গবেষণা

এনডিটিভি: এলিয়েনের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে মানুষের অদম্য কৌতূহল বহু বছর ধরেই। আমরা বাদে মহাবিশ্বে অন্য কোন প্রাণের অস্তিত্ব আছে কিনা, এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আমাদের কাছে নেই। কিন্তু সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দাবি করা হয়েছে, এলিয়েনরা পৃথিবীতে গোপনে মানুষের ছদ্মবেশ নিয়ে আমাদের মাঝে বসবাস করতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রামের গবেষকদের একটি নতুন গবেষণাপত্রে দাবি করা হয়েছে, পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে এবং তারা ভূগর্ভে, চাঁদে বা মানুষের আশেপাশেই থাকতে পারে। গবেষণাটিতে বলা হয়েছে, ইউএফও কিংবা আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা (ইউএপি) পৃথিবীর এলিয়েন সঙ্গীদের কাছে ঘুরতে আসা অন্য গ্রহের এলিয়েনদের স্পেসশিপ হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, উল্লেখযোগ্য প্রমাণ এবং তত্ত্ব রয়েছে যা এলিয়েন থাকার সম্ভাবনার কথা বলে। লেখক এটিকে "ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল" হাইপোথিসিস (সিটিএইচ) নামে অভিহিত করেছেন। এই ধারণাটি প্রস্তাব করে, ইউএপি পৃথিবীতে লুকিয়ে থাকা অ-মানব বুদ্ধিমত্তার (এনআইএইচএস) ক্রিয়া হতে পারে।

গবেষণাটি তথাকথিত 'ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস'-এর ধারণা নিয়ে আরও তদন্ত করেছে। ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস বলতে এমন প্রাণীদের কথা বলা হয়েছে যারা হয়ত মানুষের ছদ্মবেশে আমাদের মধ্যে বসবাস করছে, ভবিষ্যৎ পৃথিবী থেকে এসেছে অথবা বুদ্ধিমান ডাইনোসর থেকে এসেছে।

গবেষণায় দাবি করা হয়েছে, চার রকমের ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল এর উপস্থিতি থাকতে পারে।

হিউম্যান ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

প্রযুক্তিগতভাবে উন্নত প্রাচীন মানব সভ্যতা যা অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু এ সভ্যতার কিছু অবশিষ্ট এখনও বিদ্যমান আছে।

হোমিনিড বা থেরোপড ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

প্রযুক্তিগতভাবে উন্নত অ-মানব সভ্যতা যা কিছু স্থলজ প্রাণীর সমন্বয়ে গঠিত এবং গোপনে বসবাস করার জন্য বিবর্তিত হয়েছিল। এরা বানরের মতো হোমিনিড বংশধর বা "অজানা ও বুদ্ধিমান ডাইনোসরদের" বংশধর হতে পারে।

প্রাক্তন এক্সট্রাটেরেস্ট্রিয়াল বা এক্সট্রাটেম্পেস্ট্রিয়াল ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

এই প্রাণীগুলো মহাজগতের অন্য কোথাও থেকে বা মানব ভবিষ্যৎ থেকে পৃথিবীতে এসেছে বলে ধারণা করা হয়। এরা চাঁদেও লুকিয়ে থাকতে পারে।

ম্যাজিকাল (জাদুকরী) ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

এমন সত্তা যা অন্য এলিয়েনদের মতো না হয় পরি বা জ্বীনের মতো। এই এলিয়েন এর ধারণা মানবজাতির পরি বা জ্বীন নিয়ে যে ধারণা তার সাথে মিলে যায়।

গবেষকরা স্বীকার করেছেন, তাদের গবেষণা "অধিকাংশ বিজ্ঞানীদের কাছে সন্দেহজনক হিসেবে বিবেচিত হতে পারে।" কিন্তু বৈজ্ঞানিক সম্প্রদায়ের প্রতি তাদের দাবিকে "জ্ঞানগত শ্রদ্ধা এবং খোলামেলা মনোভাবের সাথে" বিবেচনা করার আহ্বান জানান। গবেষণাপত্রটি এখনও পিয়ার-রিভিউ করা হয়নি। 

এর আগে একজন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছিলেন, মার্কিন সরকার "ফুটবল মাঠের আকৃতির" একটি অজানা উড়ন্ত বস্তু (ইউএফও) লুকিয়ে রেখেছে। অনুবাদ:টিভিএস নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়