শিরোনাম
◈ ড. মুহাম্মদ ইউনূস ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির ◈ জুলাই সনদের দাবি: দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ শাহবাগ, যানজটে ভোগান্তি (ভিডিও) ◈ ঐকমত্য কমিশনের ৮২৬ সুপারিশের মধ্যে ৭৭৫টিতে একমত বিএনপি, জানালেন সালাহউদ্দিন আহমদ ◈ ২০ শতাংশ শুল্ক সরকারের আরেকটি সফলতা : আসিফ নজরুল ◈ ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে উদ্বেগ, যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ◈ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে  সিরিজ শুরু পাকিস্তানের ◈ পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে শিক্ষক স্ত্রীকে জবাই করে হত্যা ◈ আটকে পড়া বাংলাদেশি কর্মীদের সুখবর দিলো মালয়েশিয়া, বোয়েসেলের মাধ্যমে কর্মী নিয়োগের নতুন সিদ্ধান্ত ◈ বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা করা হয়, তাহলে এটি যথেষ্ট আপত্তিকর: অমর্ত্য সেন (ভিডিও) ◈ গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা অপু গ্রেপ্তার

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকায় ধরা পড়ল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ হলো ব্ল্যাক মাম্বা!

সোমবার স্থানীয় এক বাসিন্দা বাড়ির আউটবিল্ডিংয়ে বিষাক্ত সাপটিকে দেখতে পেয়ে দ্রুত রিঅ্যাকশন ইউনিট দক্ষিণ আফ্রিকা (RUSA)-এর অপারেশন সেন্টারে যোগাযোগ করেন। সাড়া পেয়ে সেখানে পৌঁছান RUSA সদস্য এনকোসিনাথি এনডাবা। 

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ হলো ব্ল্যাক মাম্বা। কিং কোবরার পর এটি পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত সাপ। দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটালের ওসিনডিসওয়েনি এলাকায় একটি বাড়ির প্রাঙ্গণ থেকে একটি ব্ল্যাক মাম্বা সাপ ধরা হয়েছে। সাপটির দৈর্ঘ্য ২.২ মিটার।

ঘটনাস্থলে পৌঁছে তিনি একটি আলমারির পেছনে লুকিয়ে থাকা সাপটিকে খুঁজে পান। কোনো ঝামেলা ছাড়াই সেটিকে নিরাপদে ধরতে সক্ষম হন। ধৃত সাপটিকে চিকিৎসা পরীক্ষার জন্য একটি রেপটাইল পার্কে হস্তান্তর করা হবে। পরে প্রাকৃতিক পরিবেশে মুক্তি দেওয়া হবে।

বিশ্বের সবচেয়ে পাঁচটি বিষাক্ত সাপের মধ্যে এই সাপটি নিজের জায়গা করে নিয়েছে। ব্ল্যাক মাম্বা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ। একটি পূর্ণ বয়স্ক ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য গড়ে প্রায় ২.৫ মিটার এবং সর্বোচ্চ দৈর্ঘ্য ৪.৩ মিটার।

এই প্রজাতির সাপটি আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া, বতসোয়ানা, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, অ্যাঙ্গোলা, নামিবিয়া, কঙ্গো, মালাউই, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকায় ব্ল্যাক মাম্বা দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়