শিরোনাম
◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:১২ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওড়ার সময় বিমানের জানালা যে কারণে খোলা রাখা হয়!

বিমানে বসে মেঘের রাজ্যে কে না হারাতে চায়। দুচোখ ভরে অপরূপ সৌন্দর্য দেখতে জানালার পাশের সিট খুঁজে ফেরেন অনেকে। কিন্তু আপনি কি জানেন, যাত্রীদের পরিবেশ উপভোগ ছাড়াও আরেকটি কারণে জানালা খুলে দেওয়া হয়। কোনো যাত্রী না চাইলে ঢাকনা সরিয়ে দিতে অনুরোধও করা হয়।

ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কর্নেল রাজাগোপালনের বরাতে দেশটির গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বিমান ওড়ার বা অবতরণের সময়ে জানলার ঢাকনা সরাতে বলা হয় যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই।

তবে খোলা জানলার সঙ্গে যাত্রী নিরাপত্তার সম্পর্ক কী? রাজাগোপালান বলেছেন, ‘একে বলা হয় ‘সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অ্যান্ড ওরিয়েন্টেশন’। অর্থাৎ চারপাশে যা ঘটছে সেই পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা। যা বিমানের যাত্রী এবং ক্রু সদস্য—উভয়ের জন্যই জরুরি। জানলার ঢাকনা, যাকে বিমানে ‘ব্লাইন্ড’ বলা হয়, তা খোলা থাকলে বাইরের পরিস্থিতিতে নজর রাখা সম্ভব হবে। যাত্রীদের জন্য তো বটেই, ক্রু সদস্যদের জন্যও যা জরুরি।’

গত দুই দশক যত বিমান দুর্ঘটনা ঘটেছে তার অধিকাংশ বিমানের ওড়ার এবং অবতরণের সময়ে। রাজাগোপালন বলছেন, ‘তার কারণ, বিমান ওড়া এবং অবতরণ বিমান চালনার অন্যতম জটিল পদ্ধতি। ওই সময়ে বিমানের ক্রু-সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বিমানের গতি, দিকনির্ণয় এবং বিমান চালনার ক্ষেত্রে নানা প্রযুক্তিগত বদল আনা হয়। জানালা খোলা থাকলে বাইরের আলোর সঙ্গে অভ্যস্ত হবে চোখ। কোনও গণ্ডগোল হলে, তা সহজে এবং সময় থাকতে চোখে পড়বে।’

তা ছাড়া বিমানের ডানায় আগুন ধরে যাওয়ার মতো ঘটনাও জানলা দিয়ে দেখতে পাওয়া যাবে। সে ক্ষেত্রে যাত্রীরাও বুঝতে পারবেন, আপৎকালীন পরিস্থিতিতে বিমানের কোন অংশ নিরাপদ। কোন আপৎকালীন দরজা দিয়ে তারা নিরাপদে বাইরে বেরোতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়