স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক জয় পেয়েছে আর্সেনাল। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ইন্টারকে ৩-১ গোলে হারিয়েছে তারা। গানারদের হয়ে অন্য গোলটি করেছেন ভিক্তর ইয়োকেরেশ। স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেছেন পেতার সুসিচ।
সান সিরোতে এদিন শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় আর্সেনাল। শুরুর কয়েকটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর দশ মিনিটে দলকে সাফল্য এনে দেন জেসুস। ইউরিয়েন টিম্বারের ব্যর্থ শট নাগালে পেয়ে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে লড়াই জমিয়ে তুলেছিল ইন্টারও। আট মিনিটের ব্যবধানে স্বাগতিকদের সমতায় ফেরান সুসিচ।
লাউতারো মার্তিনেজের বাড়ানো বল প্রথমে মাহকুশ টুহাম ও পরে নিকোলো বারেল্লা জালে জড়াতে ব্যর্থ হলে ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে কাছের পোস্ট দিয়ে গতিময় শটে জাল খুঁজে নেন সুসিচ।
স্বাগতিকদের অবশ্য বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেননি জেসুস। ৩১তম মিনিটে বুকায়ো সাকার কর্নারে দূরের পোস্টে লিয়ান্দ্রো ত্রোসারের হেড ক্রসবার ছুঁয়ে ফিরলে হেডেই ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ১১ মিনিট পর ফেদেরিকো দিমার্কোর গতিময় শট ঠেকিয়ে আর্সেনালের জাল রক্ষা করেন গোলররক্ষক দাভিদ রায়া।
দ্বিতীয়ার্ধে দুদলই লড়াইটা জমিয়ে তোলে। তবে একপাশে রায়া আর অন্যপাশে ইয়ান সোমার জাল অক্ষত রেখে যান। শেষদিকে অবশ্য সোমারকে ব্যর্থ করে আর্সেনালকে তৃতীয় গোলটি এনে দেন ইয়োকেরেশ। সাকার কাছ থেকে বল পেয়ে গতিময় শটে ঠিকানা খুঁজে নেন তিনি। তাতে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় আর্সেনালের।
সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করলো আর্সেনাল। টানা তিন ম্যাচ হেরে ১২ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে ইন্টার।