শিরোনাম
◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এবার Google Gemini-র সঙ্গে ২৭০ কো‌টি টাকার চুক্তি ভারতীয় ক্রিকেট বো‌র্ডের

স্পোর্টস ডেস্ক : আইপিএল যেন বিসিসিআইয়ের সোনার ডিম পাড়া হাঁস। কেন্দ্র অনলাইন ফ্যান্টাসি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করায় মূল স্পনসর DREAM 11-সহ একাধিক স্পনসর হারিয়েছে ভারতীয় বোর্ড। কিন্তু বিসিসিআইয়ের সেই ক্ষতি অনেকাংশে পুষিয়ে দিচ্ছে আইপিএল। ইতিমধ্যেই কোটি টাকার লিগের সঙ্গে একাধিক বড় সংস্থা চুক্তি করেছে। এবার আইপিএলের সঙ্গে বিরাট চুক্তি করল Google-এর AI প্ল্যাটফর্ম Gemini।

সূত্রের খবর, Google Gemini-এর সঙ্গে ৩ বছরের চুক্তি করছে আইপিএল। ২০২৬ সাল থেকে ওই চুক্তি শুরু হবে। শেষ হবে ২০২৮ সালে। এই ৩ বছরের জন্য আইপিএলকে Gemini-দেবে ২৭০ কোটি টাকা। ---- সংবাদপ্রতি‌দিন

আসলে Gemini-এর প্রতিদ্বন্দ্বী সংস্থা চ্যাটজিপিটি ইতিমধ্যেই আইপিএলের বাজারে ঢুকে পড়েছে। মহিলাদের আইপিএল অর্থাৎ WPL-এর সঙ্গে তারা ইতিমধ্যেই দু’বছরের চুক্তি করেছে। ওই চুক্তির মূল্য ১৬ কোটি টাকা। এবার সেটার চেয়ে অনেক বড় চুক্তি করে ফেলল Gemini।

কিন্তু প্রশ্ন হল, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থাগুলি হঠাৎ আইপিএলে এত আগ্রহী কেন? মনে করা হচ্ছে, আগামী দিনে ক্রিকেটে AI বিজ্ঞাপনের সংখ্যাটা অনেকটা বাড়তে পারে বলে মনে করছে দুই সংস্থাই। স্রেফ আইপিএলেই আগামী ২-৩ বছরে ৩০০-৪০০ কোটি টাকা এআই বিজ্ঞাপনে বিনিয়োগ করতে পারে বিভিন্ন সংস্থা। সে কারণেই বিভিন্ন AI সংস্থা আগেভাগে আইপিএলের বাজার ধরতে চাইছে।

উল্লেখ্য, অনলাইন গেমিং সংস্থার সঙ্গে চুক্তি ভাঙার পর অ্যাপোলো টায়ার্স ভারতীয় ক্রিকেট দলের জার্সির মূল স্পনসর। সেই জন্য ৫৭৯ কোটি দিচ্ছে ওই সংস্থা। 

এর বাইরে আরও কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের। যার মধ্যে আছে ক্যাম্পা, এসবিআই লাইফ ও অ্যাটমবার্গ। এদের মাধ্যমে বোর্ডের আয় হয় যথাক্রমে ৪৮ কোটি, ৪৭ কোটি ও ৪১ কোটি। এছাড়া এশিয়ান পেইন্টসের সঙ্গে ৪৫ কোটি টাকার চুক্তি হয়েছে বোর্ডের। এবার আইপিএলে এলো গুগল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়