শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৪টি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় জেলার ৪টি সংসদীয় আসনের বিভিন্ন দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে স্ব স্ব প্রতীক বরাদ্দ নেন।

শুরুতে লক্ষ্মীপুর-১ আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলম শাপলা কলি, ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী হাত পাখা প্রতীক বরাদ্দ পান।

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। এ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের রুহুল আমিন ভূঁইয়া বরাদ্দ পান দাঁড়িপাল্লা প্রতীক।

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের ড. মুহাম্মদ রেজাউল করিম বরাদ্দ পান দাঁড়িপাল্লা প্রতীক। ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ইব্রাহীম বরাদ্দ পান হাতপাখা প্রতীক।

লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির প্রার্থী আশ্রাফ উদ্দিন নিজান বরাদ্দ পান ধানের শীষ প্রতীক। ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের এআর হাফিজ উল্লাহ বরাদ্দ পান দাঁড়িপাল্লা প্রতীক। জেএসডির তানিয়া রব বরাদ্দ পান তাঁরা প্রতীক। ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ হাতপাখা প্রতীক বরাদ্দ পান৷

এছাড়া জেলার এই ৪টি সংসদীয় আসনে অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি নিয়ে কথা বলেন এবং তা অনুসরণের জন্য সকলের নিকট আহবান জানান।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল রশিদ, ৪টি সংসদীয় আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়