শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও গণধর্ষণ মামলার পলাতক দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও গণধর্ষণের দুই মামলার পলাতক প্রধান আসামিদের গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার গভীর রাতে র‍্যাব-৮, বরিশালের অধীন ভোলা ক্যাম্পের পৃথক দল লালমোহন ও বোরহানউদ্দিন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভোলা র‍্যাব ক্যাম্প এর মিডিয়া কর্মকর্তা কোম্পানি কমান্ডার লে: রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে লালমোহন থানার চরভুতা ইউনিয়নে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. জালালকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছ, গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ওই ধর্ষণের ঘটনায় মো. জালাল সরাসরি জড়িত ছিলেন। ঘটনাটি প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন।

অপরদিকে মনপুরা থানার আলোচিত গণধর্ষণ মামলার অন্যতম প্রধান এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাত ১১ টার দিকে বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ইব্রাহিম মাঝি (৪৫)। তিনি মনপুরা থানার ৩ নম্বর উত্তর সাকুচিয়া, চরগোয়ালিয়া এলাকার বাসিন্দা। র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ১৬ জানুয়ারি রাতে সংঘটিত ওই গণধর্ষণের ঘটনায় অন্যান্য আসামিদের সঙ্গে ইব্রাহিম মাঝির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। র‍্যাব আরও জানায়, মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়