অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ায় এখন বেশ কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যুবারা। শেষ ম্যাচ জয়ের সঙ্গে প্রার্থনাতেও বসতে হবে তাদের!
মঙ্গলবার বুলাওয়েতে বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে আগামী ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটি এখন বাঁচা-মরার লড়াই।
কুইন্স স্পোর্টস ক্লাবে টানা বৃষ্টিতে ম্যাচটি ৪৭ ওভারে নামিয়ে আনার পরও মাত্র ১০ ওভার খেলা সম্ভব হয়েছে। ওই সময়ে নিউজিল্যান্ড ১ উইকেটে ৫১ রান তুলেছিল। এরপর আবার বৃষ্টি নামলে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত করা হয়। নিয়ম অনুযায়ী পয়েন্ট ভাগ করে নেয় দুই দল।
এর আগে ১৭ জানুয়ারি একই ভেন্যুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ১৮ রানে হারে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে তৃতীয় স্থানে রয়েছে যুবারা। এই অবস্থায় পরের রাউন্ডে যেতে হলে ২০২০ আসরের চ্যাম্পিয়নদের যুক্তরাষ্ট্রকে হারানোর পাশাপাশি আশায় থাকতে হবে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড যেন হার মানে!