শিরোনাম
◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০২:০৪ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:১৩ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের বাছাই‌য়ে পাপুয়া নিউ‌গি‌নি‌কে সহজেই হারালো বাংলাদেশ

এল আর বাদল: দারুণ খে‌লে‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আত্মবিশ্বাসী পারফরম্যান্স অব্যাহত রাখল লাল সবু‌জের দল। নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় টাইগ্রেসরা।

ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৬৮ রান। 

ইনিংসের শেষভাগে ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের রং বদলে দেন স্বর্ণা আক্তার। মাত্র ১৪ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। আরেক প্রান্তে শান্ত ও পরিণত ব্যাটিংয়ে অপরাজিত ৩৪ রান করেন সোবহানা মোস্তারি, করেন ২৪ বল।

শুরুর ভিত গড়ে দেন ওপেনার দিলারা আক্তার, তার ব্যাট থেকে আসে ৩৫ রান। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের সেরা পারফরমার শারমিন আক্তার সুপ্তাও ধারাবাহিকতা বজায় রেখে যোগ করেন ২৮ রান। সম্মিলিত এই ব্যাটিং প্রচেষ্টায় লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনি লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ১৩৮ রান। তবে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে তিনটি রানআউট তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়, যা ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয় বাংলাদেশের পক্ষে।

বাংলাদেশের বোলাররা দায়িত্ব ভাগাভাগি করে নেন। সুলতানা খাতুন ছাড়া বাকি ছয় বোলার প্রত্যেকে একটি করে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখেন পুরো ইনিংসজুড়ে। এই জয়ে গ্রুপ 'এ'-তে অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ। বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার নামিবিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়