শিরোনাম
◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে

স্পোর্টস ডেস্ক :  ক্রিকেটের জন্য পরিচিত নন তিনি। ২২ গজে নয়, রেসিং ট্র্যাকে তাঁর আগুনে গতি দেখতে পান ক্রীড়াপ্রেমীরা। সেই উসেইন বোল্ট (Usain Bolt) দেশের হয়ে আরও একটা অলিম্পিকে নামতে চান। দৌড়ের ট্র্যাকে নয়, তাঁকে দেখা যেতে পারে অন্য একটি খেলায়।

২০১৬ সালে শেষ বার অলিম্পিকে দেখা গিয়েছিল তাঁকে। এর ঠিক এক বছর পর অবসর নেন। এরপর ফুটবল খেলতেন। ম্যান ইউর জার্সি গায়ে প্রীতি ম্যাচও খেলেছেন। তাছাড়াও অনুশীলন করেছিলেন জার্মান ক্লাব ব্রুসিয়া ডর্টমুন্ডের হয়ে। অলিম্পিক থেকে অ্যাথলেটিক্সের বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে সোনা ফলানো জামাইকার কিংবদন্তি দৌড়বিদের নজর এবার ক্রিকেটে। সুযোগ পেলে জামাইকার হয়ে ২০২৮ সালে ক্রিকেট খেলতে চান বিশ্বের দ্রুততম মানব।

বোল্ট বলছেন, “জামাইকার হয়ে অলিম্পিকে ক্রিকেট খেলার সুযোগ থাকলে অবশ্যই তাতে সায় দেব। বহু দিন আগে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছি। এতে আমার আক্ষেপ নেই। তবে অনেক দিন ক্রিকেট খেলিনি। তাই সুযোগ পেলে অবশ্যই খেলব।” ২০২৮ অলিম্পিকে যুক্ত হয়েছে ক্রিকেট। আইসিসির এমন পদক্ষেপকে আগেই সাধুবাদ জানিয়েছিলেন বোল্ট নিজেও।

সব মিলিয়ে ১৯টি সোনার পদক রয়েছে তাঁর ঝুলিতে। অলিম্পিকের ট্র্যাকে নেমে ১০০ মিটার দৌড়ে গড়েছিলেন ইতিহাস। তবে সরাসরি কোনওদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকেননি বোল্ট। যদিও তাঁর বন্ধুদের মধ্যে রয়েছেন ক্রিস গেইলের মতো মহাতারকারা। সেই বোল্টকেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে বেছে নিয়েছিল আইসিসি।

আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হয়েছিল সেবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই স্বদেশীয় কিংবদন্তিকে টুর্নামেন্টের দূত হিসাবে তুলে ধরে আইসিসি। আর এবার আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বোল্ট। 

উল্লেখ্য, ক্যারিবিয়ান দীপপুঞ্জের দেশগুলি একসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ হিসাবে খেলে। তবে অলিম্পিকের ক্ষেত্রে আলাদা আলাদা দেশ হিসাবে অংশ নেবে। সেক্ষেত্রে সুযোগ পাওয়ার ব্যাপারে সবার আগে রয়েছে জামাইকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়