এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় পার্টি (জেপি)’র প্রার্থী এ্যাড. সুধীর চন্দ্র শীল প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
২০ জানুয়ারী মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এ্যাড. সুধীর চন্দ্র শীল দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
প্রার্থীতা প্রত্যাহারর বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আমার মা খুবই অসুস্থ্য। তিনি বর্তমানে শর্য্যাশায়ী। এছাড়া আমাদের জাতীয় পার্টি (জেপি)’র নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর শরীক ১৮ দলের অনেক বড় বড় নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনে প্রার্থী হিসাবে অংশ গ্রহন করছেন না। এই ২টি কারণে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি।