শিরোনাম
◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ইস্যুতে বিসিবির অবস্থান নিয়ে লিটনের ‘নো কমেন্টস’

মাত্রই শেষ বলের রোমাঞ্চে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে এসেছেন, এমনিতেই চেহারায় ভর করেছে হতাশা। খানিক পর সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সেই হতাশার মাত্রা যেন বেড়ে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ আসতেই লিটন দাস পাল্টা প্রশ্নে জানতে চান, 'আপনি কি নিশ্চিত যে, আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি?'

এই সংশয়ের মেঘে হতাশায় ডুবে থাকার ছবি আড়াল করলেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ছোট ছোট উত্তরে না বলেও যেন তিনি দিতে চাইলেন কঠিন উত্তর। জানালেন, বিশ্বকাপ খেলা বা না খেলা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কোনো আলাপই করেনি বিসিবি। ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার বিসিবির অবস্থান নিয়ে লিটনের ছোট্ট জবাব, 'নো কমেন্টস।'

মঙ্গলবার বিপিএলের এলিমিনেটর ম্যাচের শেষ বলে সিলেট টাইটান্সের কাছে ৩ উইকেটে হেরে গেছে রংপুর রাইডার্স। ফেভারিট হয়ে টুর্নামেন্টে আসা দলটি বিদায় নিয়েছে প্লে-অফ থেকে। তবে রোমাঞ্চকর এই লড়াইয়ের আলোচনাও বিশ্বকাপ ইস্যুতে আড়ালে পড়ে যাচ্ছে।

প্রথম প্রশ্নটাই ছিল বিশ্বকাপ প্রসঙ্গ টেনে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুরের করা ১১১ রান শেষ বলে পেরিয়ে জিতেছে সিলেট। বাংলাদেশ দল বিশ্বকাপে যাচ্ছে ধরে নিয়ে এসব উইকেটে খেলা আদর্শ কিনা জানতে চাওয়া হয় লিটনের কাছে। উত্তরে তিনি বলেন, 'আপনি কি নিশ্চিত যে, আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? আসলে বিশ্বকাপ যেতে আরও অনেকদিন বাকি, আদৌ যাব কিনা তা নিয়ে আমরা নিশ্চিত নই। টি-টোয়েন্টির জন্য এটি কোনোভাবেই আদর্শ উইকেট নয়। কোয়ালিফায়ার ম্যাচে আরও ভালো উইকেট প্রত্যাশা করেছিলাম।'

গত ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের স্কোয়াড থেকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকে বাংলাদেশে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। পরদিনই আইসিসিকে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে দেয় বিসিবি। নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতে যাবে না বলে সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে বক্তব্য আসে। এর প্রেক্ষিতে ভারতের বদলে শ্রীলঙ্কাতে গিয়ে খেলার আবেদন করে বিসিবি। তবে প্রায় তিন সপ্তাহ ধরে নানান চিঠি চালাচালি, ভার্চুয়াল সভা ও সরাসরি সভায় আইসিসির সঙ্গে বসে সমাধান বের করতে পারেনি বোর্ড।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, আইসিসি ভেন্যু পরিবর্তনে আর রাজি নয়। বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে রাজি না হলে বিকল্প কোনো দলের চিন্তাও করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) পর্যন্ত বিসিবিকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

তবে এই ১৬ দিনে নানা আলোচনা করলেও যাদের নিরপত্তার শঙ্কা নিয়ে এতকিছু, এই ব্যাপারে সেই অধিনায়ক লিটন বা বাংলাদেশের স্কোয়াডের কোনো ক্রিকেটারের সঙ্গে আলাপ করেনি বিসিবি। ছোট উত্তরে সেটা নিশ্চিত করেন লিটন। আলাপ করা উচিত ছিল কিনা তা জানাতে চাননি এই ডানহাতি ব্যাটার।

গত বছরের শুরু থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে বিভিন্ন সিরিজ খেলছিলেন লিটনরা। দল সাজানো নিয়ে পরিকল্পনা সবই করেছিলেন তারা। এখন শেষ মুহূর্তে এসে সবই অনিশ্চয়তার মেঘে ঢাকা। এই পরিস্থিতি আদর্শ না হলেও মেনে নিচ্ছেন লিটন, 'জীবনে অনেক কিছুই আদর্শ নয়, তবে পরিস্থিতি অনুযায়ী তা মেনে নিতে হয়। এই যে বিপিএলে এতগুলো ম্যাচ খেললাম, এটাও তো পুরোপুরি আদর্শ ছিল না, কিন্তু আমাদের খেলতে হয়েছে।'

সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় লিটন শুকনো হাসিতে বলেন, 'কেউ আমার উত্তরে কষ্ট পাবেন না।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়