স্পোর্টস ডেস্ক : চীনে চলমান এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমির অনূর্ধ্ব-১৭ দল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে উহান চীন অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে ইমাদুল খানের শিষ্যরা। তবে প্রথম দুই ম্যাচে টানা জয় নিশ্চিত করায় পরবর্তী পর্বে খেলার টিকিট আগেই পেয়ে যায় তারা।
গ্রুপ পর্বের অন্য ম্যাচগুলো শেষ হওয়ার পর বিকেলে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালে বাফুফে একাডেমির প্রতিপক্ষ।
প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছিল বাংলাদেশি তরুণরা। শ্রীলঙ্কা ফুটবল একাডেমির বিপক্ষে ৮-০ গোলের বড় জয়ে উড়ন্ত সূচনা করার পর টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে আগেভাগেই শেষ আট নিশ্চিত করে তারা। তবে তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো হোঁচট খেল দলটি।
ইমাদুল খানের দল এখন নতুন করে প্রস্তুতি নিচ্ছে শেষ আটের লড়াইয়ের জন্য, যেখানে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হলেও প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাসী করে তুলবে। তবে সব কিছুর উপরে পাফরমেন্স। ভালো খেললেই জয় আসতে পারে।