শিরোনাম
◈ মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান ◈ সঞ্চয়পত্র ও বেসরকারি বন্ডের জন্য সেকেন্ডারি মার্কেট গঠনের পরামর্শ গভর্নরের ◈ ফিলিস্তিনকে ৪ পশ্চিমা দেশের স্বীকৃতি, স্বাগত জানাল বাংলাদেশ ◈ একীভূত হচ্ছে এনসিপি-গণঅধিকার, যা বললেন রাশেদ খান ◈ বাংলাদেশ থেকে মালয়েশিয়া, এশিয়ার কালো টাকার প্রধান গন্তব্য হয়ে উঠছে লন্ডন: সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধ ◈ কম প্রস্তুতি নি‌য়েও নারী বিশ্বকা‌পে আত্মবিশ্বাসী বাংলাদেশ দ‌লের কোচ সা‌রোয়ার ইমরান ◈ ফিলিস্তিনকে স্বীকৃতি: বিশ্বকে যে বার্তা দিলো সৌদি আরব ◈ ইসরায়েল-তুরস্ক সংঘাতের সম্ভাবনা: গোপন অভিযান, প্রক্সি যুদ্ধ ও আঞ্চলিক জোটের কৌশল ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার দাবিতে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’, উপ-উপাচার্য হেনস্তার ঘটনায় উত্তেজনা ◈ এনসিপিসহ আরও যে ৬ রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫০ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কম প্রস্তুতি নি‌য়েও নারী বিশ্বকা‌পে আত্মবিশ্বাসী বাংলাদেশ দ‌লের কোচ সা‌রোয়ার ইমরান

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নারী বিশ্বকা‌পের মঞ্চে এবার দ্বিতীয়বার খেল‌বে বাংলাদেশ। আগের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়ই তাদের স্মৃতিতে জীবন্ত।

বিশ্বকাপের আগে প্রস্তুতির চিত্র মোটেও আশাব্যঞ্জক নয়। 

এপ্রিলের বিশ্বকাপ বাছাইপর্বের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। প্রস্তুতি বলতে কেবল ক্যাম্প আর বয়সভিত্তিক দলের বিপক্ষে খেলা। তবুও কোচ সারোয়ার ইমরান আশাবাদী, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তার দল সমানে টক্কর দিতে পারবে।

কোচ ইমরান বলেন, আমরা ম্যাচ ধরে এগোতে চাই। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য। পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ৫০/৫০ সম্ভাবনা আছে। প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা নিয়েই খেলব। অস্ট্রেলিয়ার মতো দলের মানদণ্ড যাই হোক না কেন, আমাদের উদ্দেশ্য ভালো পারফরম্যান্স করা। গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিলাম, এবার আরও বেশি জয় চাই।

প্রস্তুতির জন্য নারী দলকে লাল ও সবুজ দুই দলে ভাগ করে অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে খেলানো হয়েছিল। সিরিজে চার ম্যাচ হারের পরও জ্যোতি মনে করেন, এটি মূল প্রতিযোগিতার সঙ্গে তুলনা করা ঠিক হবে না।

জ্যোতি বলেন, আমরা পুরো জাতীয় দল নিয়ে খেলিনি। প্রত্যাশামতো পারফরম্যান্স আসেনি, যা খেলোয়াড়দের আত্মবিশ্বাসেও প্রভাব ফেলেছে। আমাদের মান কেবল তখনই স্পষ্ট হবে, যখন নিয়মিত ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারব। বিশেষ করে ব্যাটিং ইউনিটের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট আর ভালো উইকেটে খেলা নিয়মিত দরকার।

তবুও আত্মবিশ্বাস হারাননি অধিনায়ক। তিনি মতে, পাকিস্তানে খেলার সময় ব্যাটাররা দেখিয়েছে তারা বড় স্কোর তুলতে সক্ষম। বোলিং ইউনিটও শক্তিশালী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়