শিরোনাম
◈ যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়ার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স ◈ এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল ◈ যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম ◈ ফরিদপুর-৪ থেকে ভাঙ্গাকে আলাদা করতে হাইকোর্টে রুল ◈ লিটারে ১ টাকা বাড়ছে ভোজ্যতেলের দাম, আপত্তি ব্যবসায়ীদের ◈ জামায়াতের তীব্র উত্থানে বিএনপি অজান্তেই আটকে গেছে ◈ ভা‌র‌তের বিরু‌দ্ধে খেলার সময় ফখর জামা‌নের আউট নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তান অধিনায়ক ◈ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারীদের জন্য ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ◈ মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান ◈ সঞ্চয়পত্র ও বেসরকারি বন্ডের জন্য সেকেন্ডারি মার্কেট গঠনের পরামর্শ গভর্নরের

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৭ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

4Chan ফোরামের ‘অপারেশন ক্লগ দ্য টয়লেট’-এ আটকে গেল ভারতীয় যাত্রীদের বুকিং

হিন্দুস্থান টাইমস: H-1B ভিসার উপর ১০০,০০০ মার্কিন ডলার ফি আরোপের নির্দেশ আসার পরেই অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো  রবিবার সকাল ৯:৩১ মিনিটের মধ্যে বিদেশে থাকা কর্মীদের আমেরিকায় ফিরে আসার নির্দেশ দেয়। এর ফলে জরিমানা এড়াতে অনেকেই তাড়াহুড়ো করে বুকিং শুরু করেন। তখনই হঠাৎ ভারত থেকে আমেরিকার বিমানের টিকিটের ভাড়া বেড়ে যায় । যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্স-এ স্পষ্ট করেছেন, "যারা ইতিমধ্যে H-1B ভিসা ধারণ করছেন এবং বর্তমানে দেশের বাইরে রয়েছেন তাদের পুনরায় প্রবেশের জন্য ১০০,০০০ মার্কিন ডলার চার্জ করা হবে না।

"ততক্ষণে, অনেক H-1B ভিসা ধারক নির্দিষ্ট সময়সীমার আগে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন। ট্রাম্পের ঘোষণার  দুই ঘণ্টার মধ্যে, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ দিল্লির একমুখী টিকিটের দাম প্রায় ৪২০ ডলার থেকে বেড়ে৭৯৪-৯০৮ডলারে পৌঁছে যায়। জানা গিয়েছে, এর পিছনে হাত রয়েছে 4Chan বলে এক অনলাইন ফোরামের। এই ফোরামের ব্যবহারকারীরা ভারতীয়দের মার্কিন মুলুকে আসা ঠেকাতে বিমানের টিকিট ব্লক করার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে।

এই ফোরামের ব্যবহারকারীরা টিকিট সংরক্ষণ করেছেন কিন্তু টিকিট কাটছেন না। এর ফলে নতুন ক্রেতারা টিকিট পাচ্ছেন না, কারণ টিকিট সংরক্ষিত দেখাচ্ছে। পাশপাশি বেড়ে যাচ্ছে টিকিটের দাম।এই ফোরামের কর্মকাণ্ডকে ‘অপারেশন ক্লগ দ্য টয়লেট’ বলছেন তাঁরা। নিজেদের ফোরামে একটি ছবি পোস্ট করে তাঁরা। সেখানে বিস্তারিতভাবে লেখা হয় কীভাবে ভারতীয়দের টিকিট কেনা আটকানো সম্ভব। সেখানে বলা হয়, অনলাইনে ভারতের যে কোনও বিমানবন্দর থেকে আমেরিকার বিমানবন্দরের মধ্যে টিকিট খুঁজে সেই আসন সংরক্ষণ করতে হবে কিন্তু টাকা দিয়ে বুক না করলেও চলবে।

কারণ বিমানসংস্থা টাকা না পেলেও ১৫ মিনিট ওই আসন সংরক্ষিত করে রাখবে।  ফোরামের পোস্টে বলা হয়, ‘ট্রাম্পের ঘোষণার পরে ভারতীয়রা জেগেছে। তাদেরকে ভারতেই রাখতে চান? তাহলে বিমানের রিজার্ভেশন ব্যবস্থা বন্ধ করে দিন।’ একজন ব্যবহারকারী লেখেন তিনি প্রায় ১০০ আসন আটকে দিয়েছেন।

অনুবাদ: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়