আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ঘটেছে এক অভিনব ঘটনা। মিডলোথিয়ানের বাসিন্দা ক্যারি এডওয়ার্ডস নামের এক নারী চ্যাটজিপিটির সাহায্যে লটারির নম্বর বেছে নিয়েছিলেন যা তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। ভার্জিনিয়া লটারি পাওয়ারবল ড্র–এ তিনি জিতে নেন এক লাখ পঞ্চাশ হাজার ডলার। এই সাফল্যের কৃতিত্ব তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর টুল চ্যাটজিপিটিকে দিয়েছেন।
ঘটনা অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর পাওয়ারবল ড্র–এর জন্য এডওয়ার্ডস একটি টিকিট কেনেন। টিকিট নেয়ার সময় তিনি মজা করে চ্যাটজিপিটিকে বলেন, “আমার সঙ্গে কথা বলো, আমাকে কিছু নম্বর দাও।” চ্যাটজিপিটি যে নম্বর বেছে দিয়েছিল, তার মধ্যেই মিলে যায় চারটি প্রধান নম্বর এবং একটি পাওয়ারবল।
নিয়ম অনুযায়ী এতে তার পুরস্কারের অঙ্ক দাঁড়ায় ৫০ হাজার ডলার। তবে তিনি অতিরিক্ত এক ডলার দিয়ে “পাওয়ার প্লে” অপশন নিয়েছিলেন। এর ফলে পুরস্কারের অঙ্ক তিনগুণ বেড়ে দাঁড়ায় দেড় লাখ ডলার। ক্যারি বলেন, আমার ফোনে যখন জয়ের খবর জানিয়ে মেসেজ ঢোকে আমি বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম কেউ হয়তো প্রতারণার উদ্দেশ্যে এই মেসেজ পাঠিয়েছে। পরে আমি জানতে পারি সত্যিই এই টাকা জিতেছি। এবং সেটা সম্ভব হয়েছে চ্যাট জিপিটির বেছে দেয়া নম্বরে।
ক্যারি আরও বলেন, 'ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই বিপুল অর্থ পাওয়া আমার পক্ষে কোনভাবেই সম্ভব ছিল না।”
যদিও হঠাৎ পাওয়া এই অর্থ নিজের বিলাসিতায় খরচ না করে তা বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্যারি ঘোষণা করেছেন পুরো অর্থ তিনি তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করবেন। যার মাধ্যমে দেশের গরিব অসহায় মানুষগুলো উপকৃত হবেন। এর মধ্যে রয়েছে—অ্যাসোসিয়েশন ফর ফ্রন্টোটেম্পোরাল ডিজেনারেশন (AFTD), যেখানে তার প্রয়াত স্বামীর রোগ সংক্রান্ত গবেষণা হয়, শালোম ফার্মস, যারা খাদ্য সঙ্কট মোকাবিলা করে; এবং নেভি-মেরিন কর্পস রিলিফ সোসাইটি, যা সামরিক কর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়ায়।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “এই আশীর্বাদ যখন আমার জীবনে এলো, আমি তখনই জানতাম কী করতে হবে। আমি চাই অন্যরাও যেন আশীর্বাদ ভাগ করে নেয়। তাই আমি সব টাকা দান করছি।”
সূত্র: হিন্দুস্থান টাইম