স্পোর্টস ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে ভারতের কাছে দুইবার হেরেছে পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্বে সূর্যকুমার যাদবের দলের বিপক্ষে উড়ে যাওয়ার পর সুপার ফোরেও সালমান আলী আগাদের হয়েছে একই পরিণতি।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর আম্পায়ারের দিকে আঙুল তুলেছেন অধিনায়ক সালমান। সেই সাথে পিসিবিরও দায় দেখছেন পাকিস্তান অধিনায়ক। --- ডেইলি ক্রিকেট
সুপার ফোরের ম্যাচে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফখর জামান। সঞ্জু স্যামসন ক্যাচ ধরলেও তার আগে বল মাটিতে পড়েছে কিনা তা নিয়ে তৈরী হয় সন্দেহ। যদিও টিভি আম্পায়ার রিপ্লে দেখে ফখরকে আউট দেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা সেই আউট নিয়ে প্রশ্ন তোলেন। একই অভিযোগ করলেন সালমান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘আম্পায়ারের ভুল হতেই পারে। আমার মতে, বল আগে মাটিতে পড়েছিল। আম্পায়ারের ভুলের খেসারত আমাদের দিতে হল। তবে আমি ভুলও হতে পারি।
পাকিস্তান দেশের মাটিতে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেটে খেলে থাকে। যেখানে রান হয় প্রচুর। অনেকেই মজা করে পাকিস্তানের উইকেটকে পিচঢালা রাস্তা কিংবা হাইওয়ে বলে থাকেন। এশিয়া কাপে ব্যাটারদের রান না পাওয়ার পেছনে পাকিস্তানের উইকেটকে দায়ী করছেন সালমান।
তিনি বলেন, ‘লাহোরের মাঠে গড় রান ২০০। কিন্তু তারপর বাংলাদেশ, আমেরিকা, শারজাহ ও দুবাইয়ের পিচে অত রান করতে পারছি না। কারণ, এখানকার পিচ অন্য রকম। এখানে ২০০ হবে না। এই পরিস্থিতিকে আমাদের সম্মান দিতে হবে।
দেশের মাটিতে ভালো উইকেটে খেলতে পারলে তাদের জন্য সহজ হতো বলে মনে করেন সালমান। তিনি বলেন, ‘আমাদের দেশের মাটিতে ভালো উইকেট দেওয়া উচিত। নইলে আর কী লাভ? ওখানে রান করছি। বাইরে গিয়ে সমস্যা হচ্ছে। বিশ্বের বাকি সব দেশের থেকে আমাদের পিচ আলাদা হচ্ছে। এতে আমরাই সমস্যায় পড়ছি।