শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা 

স্পোর্টস ডেস্ক : হারলেই বাদ! জিতলে টিকে থাকবে সুপার ফোরের আশা। এমন সমীকরণ মাথায় নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মঙ্গলবার মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে রশিদ খানদের ৮ রানে হারিয়ে টুর্নামেন্টে কাগজে-কলমে এখনো টিকে রয়েছে লিটন দাসের দল। অথচ জয়টা খুব সহজে পায়নি বাংলাদেশ। --- ডেই‌লি  ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে জিততে শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে টাইগারদের। বিশেষ করে আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষ দিকে নাসুম আহমেদ-মুস্তাফিজুর রহমানরা যেভাবে বোলিং করেছেন তাতে প্রশংসা কুড়াচ্ছেন অনেকের। তাদেরই দলে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা। চাপের মুহুর্তে বাংলাদেশি বোলারদের পারফরম্যান্সে অবাক তিনি।

ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘মাস্ট উইন ম্যাচে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। মাস্ট উইন ম্যাচের চাপই অন্যরকম হয়। এই চাপ অনেক সময় কাজে আসে, যেমন আজ বাংলাদেশের হয়েছে। কারণ জেতার জন্য মরিয়া থাকে তখন। বাংলাদেশ দারুণ পারফরম্যান্স দেখিয়ে। বিশেষ করে মুস্তাফিজুর যে তিন উইকেট নিলো ছয়-চার চাপের মধ্যে ঘুরে দাঁড়িয়ে। তখন আফগানিস্তানের হাত থেকে ম্যাচ বের হয়ে গেছে।

খুব কম দল এমন চাপের মুহুর্তে মাথা ঠান্ডা রাখতে পারে বলে মনে করেন রমিজ। বিশেষ করে যখন ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা থাকে।

রমিজ বলেন, ‘খুব কম দলই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ঠান্ডা মাথায় খেলতে পারে, যেখানে হারলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকে। সাধারণত, এমন পরিস্থিতিতে দল 'যদি-কিন্তুর' জালে জড়িয়ে পড়ে এবং পারফরম্যান্সের অবনতি ঘটে। কিন্তু বাংলাদেশ এসব চাপ সামলে নিজেদের সেরাটা দিতে পেরেছে।’

রমিজ আরও যোগ করেন, ‘তাই বাংলাদেশকে অনেক শুভেচ্ছা। কারণ খুব কম দলই এরকম ঠাণ্ডা মেজাজ দেখাতে পারে যখন তারা জানে যে ম্যাচ হারলেই বাদ পড়বে। তখন দল যদি-কিন্তুর চক্করে পড়ে যায় এবং পারফরম্যান্স খারাপ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়