শিরোনাম
◈ 'মাকে লোকে ভয় দেখিয়েছিল, মেয়ে এই কাজ করলে বিয়ে হবে না' ◈ যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ◈ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই ◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌!

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জিম্বাবুয়ের বিরু‌দ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক :  জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে কামিল মিশরা ও কুশল পেরেরার রেকর্ড জুটিতে ৮ উইকেটের জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।

রোববার হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটে ১৯১ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। জবাবে ১৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। --- অলআউট স্পোর্টস

আগের ম্যাচে ৮০ রানে অলআউট হয়ে যাওয়া সফরকারীদের জয় এনে দিতে তৃতীয় উইকেটে ৬৩ বলে ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মিশরা ও পেরেরা। টি-টোয়েন্টিতে এটি লঙ্কানদের সর্বোচ্চ রানের জুটি। আগের রেকর্ডটি ছিল কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার ৯৬ রানের জুটি।

ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৭৩ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন পঞ্চম ম্যাচ খেলতে নামা মিশরা। বাঁহাতি এই ব্যাটার তার ৪৩ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ৩ ছক্কায়। অপর প্রান্তে ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন পেরেরা।

টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের শুরুটা হয় দুর্দান্ত। প্রথম ৬ ওভারে ৫৮ রান তুলতে হারায় ১ উইকেট। সপ্তম ওভারে ১১ বলে ২৩ রান করে আউট হন শন উইলিয়ামস। তৃতীয় উইকেটে ওপেনার টাডিওয়ানাশে মারুমানি ও অধিনায়ক সিকান্দার রাজার ৫৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় স্বাগতিকরা।

২৮ রান করে রাজা ফিরলে এই জুটি ভাঙে। এক ওভার পর সাজঘরের পথ দেখেন সর্বোচ্চ ৫১ রান করা মারুমানিও। এরপর রায়ান বার্ল, টাশিঙ্গা মুসেকিওয়া ও টনি মুনিইয়োঙ্গার ছোট ছোট ইনিংসে বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

বড় লক্ষ্য তাড়ায় লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দেন পাতুম নিসাঙ্কা ও কুশল। ৩২ বলের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৮ রান। ১৭ বলে ৩০ রান করে ফেরেন কুশল। অষ্টম ওভারে ২০ বলে ৩৩ রান করা নিসাঙ্কাকে ফেরান রাজা। এরপর স্বাগতিকদের আর কোনো সুযোগ দেননি মিশরা-পেরেরা জুটি। 

আগ্রাসী ব্যাটিংয়ে ১৭ ওভার ৪ বলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই দুই বাঁহাতি।

৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন লঙ্কান পেসার দুশমন্ত চামিরা। এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়