শিরোনাম
◈ ভয়ংকর ক্ষুদ্র জীবাণু মস্তিষ্কখেকো অ্যামিবার প্রাদুর্ভাব কেরালায়: এক মাসে ৩ মৃত্যু, আক্রান্ত শিশু ও নারী ◈ ডাকসু নির্বাচন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল চেম্বার আদালতে, কাল শুনানি ◈ হাসিনা-জয়-পুতুলদের প্লট দুর্নীতির তিন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ ◈ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ◈ আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১১০০ ◈ উত্তরা ইপিজেডে কারখানা বন্ধের ঘোষণায় সংঘর্ষে এক শ্রমিক নিহত, আহত অন্তত ১২ জন ◈ এনসিপির ৫ যুগ্ম মুখ্য সংগঠক নিয়ে যা বললেন সারজিস ◈ আরও কমলো এলপি গ্যাসের দাম ◈ বাংলাদেশিদের ভিসা নিয়ে যে বার্তা দিলো ইতালি ◈ সমন্বয়কদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রিজ জ‌য়ের পর লিটন দাস, আমি চেষ্টা ক‌রি প্রতিটি সিরিজ জেতার

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়ে ফেরেন টাইগাররা। এরপর গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েও প্রথম টি-টোয়েন্টিতে হারে টাইগাররা। তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতে লাল-সবুজের দল। আর ঘুরে দাঁড়ানোর শুরুটা সেখান থেকেই।

এরপর পাকিস্তানের বিপক্ষেও ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। সবশেষ সিরিজ নিশ্চিত করলো নেদারল্যান্ডসের বিপক্ষে। সিলেট স্টেডিয়ামে সোমবার (১ সেপ্টেম্বর) টাইগার বোলারদের সামনে টিকতেই পারেননি ডাচ ব্যাটাররা। ১৭.৩ ওভারেই ১০৩ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। 

এমন দুর্দান্ত জয়ের পর টাইগার অধিনায়ক লিটন দাস বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি প্রতিটি সিরিজই জেতার চেষ্টা করি, কিন্তু সেটা সবসময় সম্ভব নয়।’ 
 
টানা তিনটি সিরিজ জিতলেও মাটিতেই পা রাখছেন টাইগার কাপ্তান। লিটন বলেন, ‘দলকে কৃতিত্ব দেওয়া উচিত। তারা গত দুই সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছে। আমরা এখানে একটি ক্যাম্প করেছি এবং তারা অনুশীলনে নিজেদের পুরোপুরি উজাড় করে দিয়ে চেষ্টা করেছে। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এই উইকেটে কীভাবে ভালো বোলিং করতে হয় তা অনুসরণ করেছে।

তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের গুরুত্ব তুলে ধরে লিটনের মতে, মোস্তাফিজ ও তাসকিনের অবদান দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসুম যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচে খেলেননি, তবুও তিনি সুযোগ পেলেই ভালো পারফরম্যান্স করে দেখিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়