স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে ঘরোয়া এ টুর্নামেন্ট। ৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।
এনসিএল টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করবে মোট আটটি দল। শোনা যাচ্ছিল, এই মৌসুমে ঢাকা মেট্রোর বদলে যোগ হতে পারে ময়মনসিংহ বিভাগ। তবে সেটা হয়নি। এই আসরেও থাকছে ঢাকা মেট্রো।
আগে থেকেই জানা গিয়েছিল, তিন ভেন্যুতে হতে পারে এনসিএল টি-টোয়েন্টি। হচ্ছেও তাই, সিলেট, রাজশাহী ও বগুড়াতে হবে সবগুলো ম্যাচ। বগুড়া ও রাজশাহীতে হবে মোট ছয়টি করে ম্যাচ। শুরুর ম্যাচগুলো হবে এই দুই মাঠে। বাকি ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে। ফাইনাল হবে মূল মাঠে।
গেল বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পায়। বিপিএলের আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য নিজেকে যাচাই করার ভালো সুযোগ। এনসিএল টি-টোয়েন্টির গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ।