শিরোনাম
◈ তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে নিতে চাই সিআইডি ◈ ছাত্র-জনতার অবস্থান ফজলুর রহমানের বাসার সামনে, সেনা মোতায়েন ◈ ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টা ◈ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের অফিসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হামলা, ভাঙচুর, বিক্ষোভ (ভিডিও) ◈ জাতিসংঘ সাধারণ পরিষদে একই দিনে বক্তব্য রাখবেন ইউনূস, মোদি ও শেহবাজ ◈ খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ ◈ ইনানীতে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত! ◈ স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা, বাঁচতে দোতলা থেকে গৃহবধূর লাফ ◈ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা দ্বিতীয় জয়

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০৯:১৯ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার  

ব্রাজিলের জার্সিতে ২০২৩ সালের অক্টোবরে শেষ ম্যাচ খেলেছেন নেইমার জুনিয়র। মধ্যে দু’বার তাকে দলে নেওয়া হলেও ইনজুরির কারণে শেষ সময়ে ছিটকে গিয়েছিলেন। 

এবার চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ডাক পাওয়ার জোর সম্ভাবনা ছিল সান্তোস ফরোয়ার্ডের। কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন নতুন ইনজুরিতে পড়েছেন তিনি। 

সংবাদ মাধ্যমের মতে, ব্রাজিল কোচ আনচেলত্তির সোমবার দল ঘোষণা করার কথা। এর ২৪ ঘণ্টা বাকি থাকতেই  ঊরুর ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। 

তার ইনজুরির বিষয়টি এরই মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানিয়ে দিয়েছে সান্তোস। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের ঊরু বেশ ফুলে গেছে। অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন তিনি। পরে পরীক্ষা করিয়ে তার ইনজুরি ধরা পড়েছে। 

নতুন করে ইনজুরিতে পড়ায় নেইমারের ব্রাজিল দলে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়লো। এর আগে ইনজুরি কাটিয়ে নেইমার টানা সাত ম্যাচ সান্তোসের জার্সিতে ৯০ মিনিট খেলেছিলেন। এতে করে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জল হয়। যদিও কোচ আনচেলত্তি তাকে দলে নেওয়ার বিষয়ে সন্দিহান ছিলেন বলে দাবি করেছিল কিছু সংবাদ মাধ্যম। 

ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমার এরই মধ্যে তার চিকিৎসা শুরু করেছেন। ৩১ আগস্ট তার সান্তোসের ক্যাম্পে ফেরার কথা। সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে অনুশীলন শুরু করার কথা তার। ব্রাজিল তাদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটি খেলবে যথাক্রমে ৫ ও ১০ সেপ্টেম্বর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়