শিরোনাম
◈ ছাত্র-জনতার অবস্থান ফজলুর রহমানের বাসার সামনে, সেনা মোতায়েন ◈ ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টা ◈ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের অফিসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হামলা, ভাঙচুর, বিক্ষোভ (ভিডিও) ◈ জাতিসংঘ সাধারণ পরিষদে একই দিনে বক্তব্য রাখবেন ইউনূস, মোদি ও শেহবাজ ◈ খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ ◈ ইনানীতে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত! ◈ স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা, বাঁচতে দোতলা থেকে গৃহবধূর লাফ ◈ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা দ্বিতীয় জয় ◈ এয়ার টিকিটে অস্বাভাবিক ভাড়া ও প্রতারণা রোধে শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কোচ হ‌লেন সৌরভ গাঙ্গু‌লি

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ  আফ্রিকার জনপ্রিয় টি-২০ টুর্নামেন্ট SA-20 লিগের নতুন মরশুমে বড় দায়িত্ব পেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। প্রিটোরিয়া ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি শনিবার সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দলের নতুন প্রধান কোচ হচ্ছেন ‘প্রিন্স অফ কলকাতা’।

 ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ‘প্রিন্স তাঁর রয়্যাল টাচ নিয়ে আসছেন ক্যাপিটালস শিবিরে! আমরা দারুণ উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলিকে নতুন হেড কোচ হিসেবে পেয়ে।

এটাই সৌরভের প্রথম পেশাদার দলে প্রধান কোচ হিসেবে কাজ। তিনি দায়িত্ব নেবেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রটের জায়গায়।

ট্রটকে ধন্যবাদ জানিয়ে ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘তোমার নেতৃত্ব আর নিষ্ঠার জন্য চিরকৃতজ্ঞ। পরবর্তী অধ্যায়ে অনেক শুভকামনা।’ ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সৌরভ প্রশাসনিক ভূমিকায় আসেন। 

তিনি বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে আইসিসি মেন’স ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর এবং পরে ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবেও কাজ করেছেন তিনি।

তবে এবার প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে সৌরভের ভূমিকা হবে একেবারেই পূর্ণাঙ্গ। ২০২৬ সালের এসএ২০ লিগের সূচি এগিয়ে আনা হয়েছে, কারণ ওই বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি২০ বিশ্বকাপের আসর। ডিসেম্বর ২৬ থেকে জানুয়ারি ২৫ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। 

কোচ হিসেবে সৌরভের প্রথম বড় কাজ হবে আগামী ৯ সেপ্টেম্বর নিলামে সেরা দল বেছে নেওয়া। ক্রিকেট মহলে এখন জোর আলোচনা, প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি মাঠে তাঁর নেতৃত্বগুণ কতটা প্রভাব ফেলতে পারে প্রিটোরিয়া ক্যাপিটালসের পারফরম্যান্সে।

মহারাজ এর আগেও জানিয়েছেন, তাঁর কোচ হওয়ার ইচ্ছে রয়েছে। উজ্জ্বল ক্রিকেট কেরিয়ারের পর এবার কোচিং কেরিয়ার শুরু করছেন তিনি। 

এর আগে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বিসিসিআইয়ের প্রধানের দায়িত্ব পালন করার সময়ে ভারতীয় ক্রিকেটে একাধিক বদল এনেছেন তিনি। তাঁর সময়ে প্রচুর উন্নতি করেছে ভারতীয় ক্রিকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়