স্পোর্টস ডেস্ক : আইনি সমস্যায় পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রাম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ, বিদেশি অনলাইন বেটিং অ্যাপের প্রচার করেছেন। পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী তদন্ত শুরু হয়েছে আক্রামের বিরুদ্ধে।
জানা গিয়েছে, আক্রামের বিরুদ্ধে লাহোরে অভিযোগ দায়ের হয়েছে। মহম্মদ ফিয়াজ নামে এক ব্যক্তি ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে অভিযোগ দায়ের করেছেন। আক্রামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
ফিয়াজের অভিযোগ, খেলার আড়ালে জুয়ার প্রচার করছেন প্রাক্তন অলরাউন্ডার। তাঁর আরও অভিযোগ, ‘বাজি’ নামে একটা বিদেশি অনলাইন বেটিং সংস্থার প্রধান বিপণন দূত ওয়াসিম আক্রাম।
ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী আক্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে। অভিযোগ নিয়ে আক্রামের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।
সংবাদ সংস্থা পিটিআইকে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির এক আধিকারিক বলেছেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আমরা ওয়াসিম আক্রামের বিরুদ্ধে নিশ্চিতভাবেই ব্যবস্থা নেব।’ তবে এ ব্যাপারে আক্রামকে এখনও কোনও নোটিস পাঠাননি তদন্তকারীরা।
উল্লেখ্য, একই অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের ইউটিউবার সাদ উর রহমান। যিনি ডকি ভাই নামেও পরিচিত। ফলে অভিযোগ প্রমাণিত হলে সমস্যায় পড়তে পারেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রাম।
এদিকে, এশিয়া কাপে ভারত–পাকিস্তান মহারণকে কেন্দ্র করে বিতর্কের শেষ নেই। ভারতের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই মনে করছেন, এই ম্যাচ বয়কট করা উচিত।
এদিকে, পাক কিংবদন্তি ওয়াসিম আক্রাম মনে করেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলুক বা না খেলুক, খেলা চালু রাখা উচিত। আক্রাম বলেন, ‘এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে। এই নিয়ে বিতর্কের শেষ নেই। তবে পাকিস্তানে এই বিষয়ে আমাদের কোনও হেলদোল নেই।
ম্যাচ হোক বা না হোক, আমাদের কোনও সমস্যা নেই। তবে খেলাটা হওয়া উচিত।’ এই ম্যাচকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক মহল অশান্ত হলেও, কোনও ভ্রুক্ষেপই নেই আক্রামের। বরং, আরও একধাপ এগিয়ে আরও একটি আশার বাণী শোনান।
ভবিষ্যতে ভারত–পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজের আশা করছেন পাক কিংবদন্তি। আক্রাম বলেন, ‘বেঁচে থাকতে থাকতে ভারত–পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ দেখতে চাই। রাজনীতি আলাদা। আমি রাজনীতিবিদ নই। ওরা দেশপ্রেমিক।
আমরাও স্বাদেশিক। তাই এই নিয়ে একে অপরকে আক্রমণ না করাই ভাল। নিজেদের দেশের গৌরব নিয়েই কথা বলা ভাল। তবে বলা যতটা সহজ, করা ততটা নয়।
৯ থেকে ২৮ সেপ্টেম্বর দুবাই এবং আবু ধাবিতে হবে এশিয়া কাপ। আট দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ–তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্রুপ বি–তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং।
আনুষ্ঠানিকভাবে ভারত আয়োজক হলেও, বিসিসিআই এবং পিসিবির চুক্তি অনুযায়ী, পরের তিন বছর টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে হবে। দুবাইয়ে ১১টি ম্যাচ হবে। আবু ধাবিতে আটটি।