শিরোনাম
◈ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: সংকটের মধ্যেও দৃঢ় সরকার ও সেনাবাহিনী ◈ প্রবাসীদের জন্য সুখবর: পাসপোর্ট ছাড়াও হতে পারবেন ভোটার, জেনে নিন নতুন নিয়ম ◈ ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির ◈ শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ ◈ চরভদ্রাসনে সরকারী রাস্তার ইট বেচে দিলেন প্রভাবশালী! ◈ বাংলা‌দেশ -নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারিং করবেন সা‌থিরা জা‌কির জেসি!  ◈ অবসরপ্রাপ্ত বঞ্চিত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর ◈ টানা ৩০ দিন জেলে থাকলে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী: ভারতে নতুন বিল ◈ জেট ফুয়েল বকেয়া নিয়ে সংবাদে বিমানের প্রতিবাদ, ৯৩৭ কোটি টাকার মুনাফা আন্তর্জাতিক নীতিতেই গণনা দাবি ◈ মহাখালীর সাততলা বস্তিতে আগুন, এখন নিয়ন্ত্রণে (ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রোনালদোর আল নাসর সৌদি সুপার কাপের ফাইনালে

স্পোর্টস ডেস্ক : হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সৌদি সুপার লিগের প্রথম সেমিফাইনাল ম্যাচ। সেখানে করিম বেনজেমার ইত্তিহাদকে ২-১ গোলে ফাইনালের টিকিট পেয়েছে রোনালদোর আল নাসর।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে আল আহলি এবং আল কাদেসিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সেখানেই নির্ধারিত হবে ফাইনালে কারা হচ্ছে আল নাসরের প্রতিপক্ষ। --- সময়‌নিউজ
 
ম্যাচের প্রথম দিকেই ১০ জনের দলে পরিণত হওয়ায় বেশিরভাগ সময়ই রক্ষণাত্মক ফুটবল খেলতে হয়েছে নাসরকে। আর সে কারণে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল আল ইত্তিহাদ। ৬৫ ভাগ বল দখলে ছিল তাদের। ৩৫ ভাগ ছিল আল নাসরের। আক্রমণেও দাপট ছিল ইত্তিহাদেরই। তবে প্রতি আক্রমণে নাসরও ব্যস্ত রেখেছে ইত্তিহাদের রক্ষণকে।    
 
১০ জনের দল নিয়েও ইত্তিহাদের পোস্টে ১৫টি শট নেয় নাসর। বিপরীতে ১০টি শট নেন আল ইত্তিহাদ। আল নাসর তো একটি গোল বেশিও দিয়েছিল। কিন্তু ভিএআর দেখে হোয়াও ফেলিক্সের দ্বিতীয় গোলটা বাতিল করে দেন রেফারি।
 
শুরুতেই আক্রমণে ঝড় তোলা নাসর ১০ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায়। ৬ মিনিট পরই গোলটা পরিশোধ করে দেন আল ইত্তিহাদের ফরোয়ার্ড স্টিভেন বার্গুইন। ২৫ মিনিটে লাল কার্ড দেখেন সাদিও মানে। এরপর থেকেই রক্ষণে বেশি মনযোগী হয়ে ওঠে নাসর।
 
তবে ৬১ মিনিটে কাউন্টার অ্যাটাকে মাঝ মাঠ থেকে ফাঁকায় বল পেয়ে যান রোনালদো। তিনি সেটি নিয়ে এগিয়ে এসে পাস দেন হোয়াও ফেলিক্সের কাছে। ফেলিক্স আলতো ছোঁয়ায় সেটি জড়িয়ে দেন আল ইত্তিহাদের জালে। আর এই গোলই গড়ে দেয় ম্যাচের ব্যবধান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়