শিরোনাম
◈ সিলেটে পাথরকাণ্ড: ডিসির পর এবার ইউএনওকে বদলি ◈ যে তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দিতে রাজি স্বাস্থ্য উপদেষ্টা ◈ ৫৫ বছরের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা বিমানের ◈ ভারত কি বাণিজ্য যুদ্ধ সামাল দিতে পারবে? ◈ ১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ, প্রজ্ঞাপন জারি ◈ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ অনুমোদন, ফল প্রকাশ কাল ◈ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট মাকে বাঁচতে গিয়ে ছেলেও প্রাণ হারান ◈ কুমিল্লায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা ◈ যশোর সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার স্বর্নবারসহ পাচারকারি আটক ◈ বিদেশি ক্রেতার আকর্ষণ কমায় পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৫:২৪ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আ‌কিব জা‌ভেদ বল‌লেন, বাবর ও রেজওয়ান ছাড়াই পা‌কিস্তান এ‌শিয়া কা‌পে ভার‌তকে হারা‌বে

স্পোর্টস ডেস্ক : ভার‌তীয় ক্রিকেট দলের বর্তমান শ‌ক্তি সম্প‌র্কে গোটা বি‌শ্বেরই ধারনা জ‌ম্মে‌ছে। মহাশ‌ক্তিধর এক‌টি দল, সেখা‌নে পা‌কিস্তা‌নের শ‌ক্তি তলা‌নি‌তে, তার প‌রেও পা‌কিস্তা‌নের এই দল নি‌য়ে এ‌শিয়া কা‌পে অ‌নেক আশাবাদী পা‌কিস্তা‌নিরা।

পা‌কিস্তান প্রথম দল হিসেবে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াড ঘোষণার পরপরই সাবেক পাকিস্তান পেসার ও প্রধান নির্বাচক আকিব জাভেদ বলছেন, এই দলটাই এশিয়া কাপে ভারতকে হারানোর সামর্থ্য রাখে।

অনেক নাটকের পর প্রকাশিত হয়েছে এশিয়া কাপের চূড়ান্ত সূচি। সেখানে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ভারতীয়দের নানা আপত্তির পরেও দুবাইতে গ্রুপ পর্বের এই ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ।

এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

আকিব জাভেদ বলছেন, এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই ভারতকে হারাবে পাকিস্তান, ‘আমাদের এই দলটির সামর্থ্য আছে ভারতকে হারানোর। আমি বিশ্বাস করি এশিয়া কাপে আমরা ভারতকে হারাতে পারব। আমাদের স্কোয়াড যেকোনো দলকে হারাতে পারে। সবাই টুর্নামেন্টের জন্য প্রস্তুত।’

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা রয়েছে জাভেদের মধ্যেও, ‘আপনি পছন্দ করুন বা না করুন, ভারত–পাকিস্তান ম্যাচই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। প্রতিটি খেলোয়াড় এটি জানে। দুই দেশের উত্তেজনা সবাই বোঝে, তবে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই।

৯ সেপ্টেম্বর শুরু হবে এবারের এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর বি গ্রুপের দুবাইতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়