শিরোনাম
◈ যশোর সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার স্বর্নবারসহ পাচারকারি আটক ◈ বিদেশি ক্রেতার আকর্ষণ কমায় পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম ◈ ইতিহাস গড়লেন রেহানা পারভীন: বাংলাদেশের প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ লাভ ◈ ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে, কমাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ হ‌কি এশিয়া কাপে পাকিস্তান ভারতে না যাওয়ায় সুযোগ পেলো বাংলাদেশ ◈ বিক্ষোভে উত্তাল ইসরাইল, তেল আবিবের রাস্তায় ৫ লাখ মানুষ ◈ সমস্যার অপর নাম কুমিল্লা রেলওয়ে স্টশেন, সমাধানের আশ্বাস আছে, কিন্তু পদক্ষপে নেই! ◈ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপ সাগরে ট্রলারডুবি, ১১ ঘন্টা পর ১০ জেলে উদ্ধার ◈ ভা‌স্কো দা গামার কা‌ছে সা‌ন্তোস ৬ গোল খাওয়ায় কোচ বরখাস্ত, নেইমার বললেন, আমি লজ্জিত ◈ বিপিএলে দুর্নীতি ঠেকাতে আসা কে এই অ‌্যা‌লেক্স মার্শাল?

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৫:২৪ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আ‌কিব জা‌ভেদ বল‌লেন, বাবর ও রেজওয়ান ছাড়াই পা‌কিস্তান এ‌শিয়া কা‌পে ভার‌তকে হারা‌বে

স্পোর্টস ডেস্ক : ভার‌তীয় ক্রিকেট দলের বর্তমান শ‌ক্তি সম্প‌র্কে গোটা বি‌শ্বেরই ধারনা জ‌ম্মে‌ছে। মহাশ‌ক্তিধর এক‌টি দল, সেখা‌নে পা‌কিস্তা‌নের শ‌ক্তি তলা‌নি‌তে, তার প‌রেও পা‌কিস্তা‌নের এই দল নি‌য়ে এ‌শিয়া কা‌পে অ‌নেক আশাবাদী পা‌কিস্তা‌নিরা।

পা‌কিস্তান প্রথম দল হিসেবে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াড ঘোষণার পরপরই সাবেক পাকিস্তান পেসার ও প্রধান নির্বাচক আকিব জাভেদ বলছেন, এই দলটাই এশিয়া কাপে ভারতকে হারানোর সামর্থ্য রাখে।

অনেক নাটকের পর প্রকাশিত হয়েছে এশিয়া কাপের চূড়ান্ত সূচি। সেখানে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ভারতীয়দের নানা আপত্তির পরেও দুবাইতে গ্রুপ পর্বের এই ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ।

এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

আকিব জাভেদ বলছেন, এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই ভারতকে হারাবে পাকিস্তান, ‘আমাদের এই দলটির সামর্থ্য আছে ভারতকে হারানোর। আমি বিশ্বাস করি এশিয়া কাপে আমরা ভারতকে হারাতে পারব। আমাদের স্কোয়াড যেকোনো দলকে হারাতে পারে। সবাই টুর্নামেন্টের জন্য প্রস্তুত।’

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা রয়েছে জাভেদের মধ্যেও, ‘আপনি পছন্দ করুন বা না করুন, ভারত–পাকিস্তান ম্যাচই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। প্রতিটি খেলোয়াড় এটি জানে। দুই দেশের উত্তেজনা সবাই বোঝে, তবে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই।

৯ সেপ্টেম্বর শুরু হবে এবারের এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর বি গ্রুপের দুবাইতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়